হোম > সারা দেশ > রাজশাহী

সড়ক ঘেঁষা বিদ্যালয়ে প্রবেশের সময় দুর্ঘটনায় শিশু আহত, শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী    

খাদেমুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

বিদ্যালয়ের সামনে নেই মাঠ, খোলা জায়গাও। সড়ক থেকে উঠলেই পাঁচ ফুটের একটি ফুটপাত। সেখানেই রাজশাহীর খাদেমুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ফটক। এই সড়কটি পার হয়ে বিদ্যালয়ে প্রবেশের সময় প্রাইভেটকারের ধাক্কায় আহত হয় এক শিশু শিক্ষার্থী। ঘটনার পর সড়ক অবরোধ ও বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

আজ রোববার সকালে এ দুর্ঘটনা ঘটলে কাগজে লেখা ফেস্টুন নিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ করে শিক্ষার্থীরা। বেলা ৩টা পর্যন্ত চলে বিক্ষোভ। এ সময় বিদ্যালয়ে অবস্থান করছিলেন শিক্ষা কর্মকর্তারা।

আহত শিক্ষার্থীর নাম জান্নাতুল ফেরদৌস। সে ওই বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খাদেমুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়টি নগরের রানীনগর এলাকায় অবস্থিত। আগে বিদ্যালয়ের সামনে কিছুটা ফাঁকা জায়গা ছিল। কিন্তু কয়েক বছর আগে শহরের তালাইমারী-কল্পনা হলের মোড় সড়কটি সম্প্রসারণ করতে গিয়ে জায়গা অধিগ্রহণ করে রাজশাহী সিটি করপোরেশন। এরপর সড়ক সম্প্রসারণ হয়, বিদ্যালয়টি এসে দাঁড়ায় একেবারে সড়কের ওপর।

দুর্ঘটনা ও সড়ক অবরোধের বিষয়ে জানতে চাইলে কথা বলতে চাননি বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামিলা তারিন। তবে বোয়ালিয়া থানা শিক্ষা কর্মকর্তা মোখলেসুর রহমান বলেন, ‘আহত মেয়েটি এখন ভালো আছে। হাসপাতালে আমাদের কর্মকর্তা আছেন। তার চিকিৎসার ব্যাপারে আমরা খোঁজ রাখছি।’

তিনি বলেন, ‘শিক্ষার্থীরা এখনো সড়কে আছে। এখন সমস্যা হলো স্কুলটা একেবারেই রাস্তার ওপর। সিটি করপোরেশন জায়গা অধিগ্রহণ করায় এ অবস্থা হয়েছে। এখন চাইলেই স্কুল সরিয়ে নেওয়া সম্ভব না। দুর্ঘটনা এড়াতে আমাদের সচেতন হতে হবে। কীভাবে এটা করা যায় আমরা দেখছি।’

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

রুয়েটের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বাঘায় বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ

চাঁদাবাজি-দখলদারি বন্ধ না হলে যুদ্ধ চলবে: ডা. শফিকুর রহমান

বগুড়ায় পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামি নওগাঁয় গ্রেপ্তার

জামায়াতের সম্মেলন উদ্বোধন করতে গিয়ে অঝোরে কাঁদলেন শহীদ সাকিবের বাবা

সাবেক ছাত্রলীগ নেতাকে অপহরণ করে টাকা আদায়ের চেষ্টা, গ্রেপ্তার ২

‘সমন্বয়ক’ পরিচয়ে মুক্তিপণ দাবি, ৩ জনের নামে মামলা

বিএনপির সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে লুটের মামলা তদন্তে পিবিআই

দেড় দশক পর রাজশাহীর মাদ্রাসা মাঠে জামায়াতের কর্মী সম্মেলন

সেকশন