Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

গাইবান্ধায় প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নে এক প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণের অভিযোগে উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল গণি মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে পুরোনো উপজেলা পরিষদ কার্যালয়ের গেটের সামনে থেকে গণিকে গ্রেপ্তার করা হয়।

গণি উপজেলার দহবন্দ ইউনিয়নের উত্তর ধুমাইটারী গ্রামের আশরাফ আলীর ছেলে।

জানা গেছে, ওই গৃহবধূ শুক্রবার ধান খেতের আইল দিয়ে স্থানীয় রাস্তার মোড়ের মুদি দোকানে পান কিনতে যাচ্ছিল। এ সময় ওই আইলের ধারে ধান খেতে আওয়ামী লীগ নেতা গণি কাজ করছিল। এক পর্যায় গণি ওই প্রতিবন্ধী গৃহবধূকে জোরপূর্বক পার্শ্ববর্তী ভুট্টাখেতে নিয়ে ধর্ষণ করে। ওই প্রতিবন্ধী গৃহবধূর বড় সতিন আপত্তিকর অবস্থায় তাঁদেরকে দেখে ফেলে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে শনিবার গৃহবধূর স্বামী থানায় মামলা দিলে পুলিশ গণিকে গ্রেপ্তার করা হয়। 

দহবন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল আলম রেজা জানান, এলাকাবাসী ও গৃহবধূর স্বামী বিষয়টি তাঁকে জানিয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

থানার সেকেন্ড অফিসার এসআই রাফায়েত মিয়া জানান, ধর্ষণের অভিযোগের ভিত্তিতে আব্দুল গণিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রতিবন্ধী গৃহবধূর স্বামী বাদী হয়ে থানায় নারী ও শিশু ধর্ষণ আইনে মামলা করেছে।

সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের সেই ‘বড় ভাই’ আটক

ঠাকুরগাঁওয়ে ন্যায্যমূল্যে ডিম-মুরগি বিক্রি শুরু

অনশন ভেঙে কাজে ফিরেছেন বড়পুকুরিয়া কয়লাখনির কর্মচারীরা

ফুলছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আটক

ফুলছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রোকন গ্রেপ্তার

দুটি ড্যামই অকার্যকর সেচের খরচ দ্বিগুণ

হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে সাবেক এমপি আফতাব উদ্দিন

নিরাপত্তা চেয়ে ঠাকুরগাঁও ইউএনও কার্যালয়ে অবস্থান

নীলফামারী মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ

অপরাধী পুলিশ সদস্যদের বিচার করে বাহিনীর গৌরব ফেরানো হবে: আইজিপি