ঠাকুরগাঁও প্রতিনিধি
রমজান মাসে ভোক্তাদের স্বস্তি দিতে ন্যায্যমূল্যে ডিম ও মুরগি বিক্রির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)। আজ শুক্রবার ঠাকুরগাঁওয়ের কালীবাড়ি পাবলিক লাইব্রেরি মাঠে কৃষকের বাজারে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
জেলা প্রশাসক ইসরাত ফারজানা এই কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইজহার আহমেদ খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাইদুর রহমান, ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিপিএ ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক জাবের ইসলাম জিমি আজকের পত্রিকাকে জানান, রমজানে ভোক্তা পর্যায়ে ন্যায্যমূল্যে মুরগি ও ডিম বিক্রি এবং খামারিদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কৃষকের বাজারে এই বিক্রয় কার্যক্রম শুরু করা হয়েছে। বাজারে ডিম ও মুরগির দাম ঊর্ধ্বমুখী থাকায় সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছিল। তাই রমজানে সীমিত আয়ের মানুষের কথা চিন্তা করে কৃষকের বাজারে তুলনামূলক কম দামে ডিম ও মুরগি বিক্রির ব্যবস্থা করা হয়েছে।
তিনি আরও জানান, বাজারে সোনালি মুরগির দাম কেজিপ্রতি ২৯০ টাকা হলেও কৃষকের বাজারে তা ২৪০ টাকায় বিক্রি হচ্ছে। বয়লার মুরগির দাম বাজারে ১৯০ থেকে ২০০ টাকা, কৃষকের বাজারে ১৬০ টাকা। আর ডিমের ডজন বাজারে ১২৬ টাকা, কৃষকের বাজারে ১১৫ টাকা।
এ বিষয়ে জেলা প্রশাসক ইসরাত ফারজানা আজকের পত্রিকাকে বলেন, রমজান মাসে সাধারণ মানুষ যাতে ন্যায্যমূল্যে আমিষ কিনতে পারে, সে জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
রমজান মাসে ভোক্তাদের স্বস্তি দিতে ন্যায্যমূল্যে ডিম ও মুরগি বিক্রির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)। আজ শুক্রবার ঠাকুরগাঁওয়ের কালীবাড়ি পাবলিক লাইব্রেরি মাঠে কৃষকের বাজারে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
জেলা প্রশাসক ইসরাত ফারজানা এই কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইজহার আহমেদ খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাইদুর রহমান, ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিপিএ ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক জাবের ইসলাম জিমি আজকের পত্রিকাকে জানান, রমজানে ভোক্তা পর্যায়ে ন্যায্যমূল্যে মুরগি ও ডিম বিক্রি এবং খামারিদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কৃষকের বাজারে এই বিক্রয় কার্যক্রম শুরু করা হয়েছে। বাজারে ডিম ও মুরগির দাম ঊর্ধ্বমুখী থাকায় সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছিল। তাই রমজানে সীমিত আয়ের মানুষের কথা চিন্তা করে কৃষকের বাজারে তুলনামূলক কম দামে ডিম ও মুরগি বিক্রির ব্যবস্থা করা হয়েছে।
তিনি আরও জানান, বাজারে সোনালি মুরগির দাম কেজিপ্রতি ২৯০ টাকা হলেও কৃষকের বাজারে তা ২৪০ টাকায় বিক্রি হচ্ছে। বয়লার মুরগির দাম বাজারে ১৯০ থেকে ২০০ টাকা, কৃষকের বাজারে ১৬০ টাকা। আর ডিমের ডজন বাজারে ১২৬ টাকা, কৃষকের বাজারে ১১৫ টাকা।
এ বিষয়ে জেলা প্রশাসক ইসরাত ফারজানা আজকের পত্রিকাকে বলেন, রমজান মাসে সাধারণ মানুষ যাতে ন্যায্যমূল্যে আমিষ কিনতে পারে, সে জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
রডে মরচে ধরেছে, কাঠের বাটাম পচে যাওয়ার অবস্থা—খাগড়াছড়ির রামগড় গনিয়াতুল উলুম ফাজিল মাদ্রাসার নির্মাণাধীন ভবনের অবস্থা এমনই। জেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানটির নির্মাণকাজ শুরু হয়েছিল ২০২০ সালে। দুই বছরে কাজ সম্পন্ন হবে বলা হলেও পাঁচ বছরেও ভবনটি অর্ধেকের বেশি অসম্পূর্ণ।
৬ মিনিট আগেভুক্তভোগী তাঁর স্বামীসহ উপজেলার বিশ্বাসপাড়া এলাকায় শাহাদৎ হোসেনের বাড়িতে ভাড়া থাকেন। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন। বাড়ির মালিক শাহাদৎ হোসেন দীর্ঘদিন ধরে তাঁকে নানাভাবে কুপ্রস্তাব দিচ্ছিলেন। এতে অন্তঃসত্ত্বা ওই নারী রাজি না হওয়ায় গত সোমবার রাতে স্বামী বাসায় না থাকার সুযোগে ঘরে ঢুকে
১২ মিনিট আগেকয়েক দিনের বৃষ্টিতে বিপাকে পড়েছেন নোয়াখালীর বোরো ধানচাষিরা। খেতে পানি জমে যাওয়ায় পাকা ধান কাটা ও কেটে রাখা ধানগুলো শুকিয়ে ঘরে তোলায় দুর্ভোগে পড়েছেন তাঁরা। ইতিমধ্যে পানিতে পচে গেছে কাটা অনেক ধান।
১৯ মিনিট আগে২২ বছর হয়ে গেল। একটা সড়ক অযত্ন-অবহেলায় পড়ে রয়েছে সংস্কারবিহীন। এলাকার মানুষের দুর্ভোগের শেষ নেই; বৃষ্টি হলে তো কথাই নেই। কিশোরগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের শ্রীধরখিলা এলাকার খাইরুলের বাড়ি থেকে জালু মোড়লের বাড়ি পর্যন্ত সড়কটির এ অবস্থা।
৪৩ মিনিট আগে