রংপুরের গঙ্গাচড়ায় আওয়ামী লীগ নেতা বুলবুল আহম্মেদকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার রাতে নিজ বাড়ির সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বুলবুল আহম্মেদ উপজেলার সদর ইউনিয়নের গঙ্গাচড়া বাজার এলাকার জমসের আলীর ছেলে। তিনি রংপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান আজকের পত্রিকাকে বলেন, পুলিশের বিশেষ অভিযানে বুলবুল আহম্মেদকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কোন মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে জানতে চাইলে এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।