Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

কুড়িগ্রাম পৌরসভার সাবেক কমিশনার গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধি 

কুড়িগ্রাম পৌরসভার সাবেক কমিশনার গ্রেপ্তার
কামরুজ্জামান মিন্টু। ছবি: সংগৃহীত

কুড়িগ্রাম পৌরসভার সদ্য সাবেক কমিশনার কামরুজ্জামান মিন্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সন্ধ্যায় পৌরসভার ভকেশনাল মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

কামরুজ্জামান মিন্টু পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের তিন বার নির্বাচিত পৌর কমিশনার। তিনি ভকেশনাল মোড় সংলগ্ন প্রাণিসম্পদ হাসপাতাল পাড়ার বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি জেলা যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত।

ওসি নাজমুল আলম জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে সংঘটিত হামলার জেরে কুড়িগ্রাম সদর থানায় করা হত্যা মামলাসহ একাধিক মামলায় মিন্টুকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আগামীকাল বুধবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে গত ৪ আগস্ট কুড়িগ্রাম শহরের শাপলা চত্বর এলাকায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন আশিকুর রহমান নামে এক শিক্ষার্থী। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

এ ঘটনায় ১০ অক্টোবর রুহুল আমিন নামে এক শিক্ষার্থী বাদী হয়ে ১০৪ জনের নাম উল্লেখ করে সদর থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করা হয়।

একই দিন সংঘটিত হামলার ঘটনায় আহত হওয়ার দাবি করে জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাদিম আহম্মেদ বাদী হয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৩৪ নেতাকর্মীর নাম উল্লেখ করে সদর থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা ২০০–৩০০ জনকে আসামি করে।

তবে সাবেক কমিশনার মিন্টু এই দুই মামলার কোনটিতেই এজাহারভুক্ত আসামি নন বলে জানা গেছে।

এ বিষয়ে ওসি নাজমুল আলম বলেন, ‘এজাহারে নাম না থাকলেও মামলার প্রাথমিক অনুসন্ধানে কামরুজ্জামান মিন্টুর নাম পাওয়া গেছে। এ জন্য তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।’

কৃষকের জমি দখল করে আ.লীগ নেতার চাতাল

রংপুরে অস্ত্রসহ যুবলীগ নেতা সাদ্দাম গ্রেপ্তার

ডেভিল হান্ট অভিযানে সৈয়দপুরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

কৃষকের জমিতে আ.লীগ নেতার চাতাল নির্মাণের অভিযোগ

মিঠাপুকুরে যুবকের হামলায় বড় ভাই নিহত

কাজে আসছে না ৩৪ লাখ টাকার সিগন্যাল

সিংড়া শালবনে আগুন, পুড়ে গেছে ৭ হেক্টর জমির বেতগাছ

বিরামপুরে ট্রাকচাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত, আহত ১

চার দিন ধরে অনশনে বড়পুকুরিয়া কয়লাখনির কর্মচারীরা

পীরগঞ্জে আগুনে পুড়ল ৯ বাড়ি