রংপুর নগরীর একটি পুকুর থেকে তিনটি পরিত্যক্ত আগ্নেয়াস্ত্র, তিনটি ফাঁকা ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করছে পুলিশ। আজ বৃহস্পতিবার নগরীর হাজিরহাটের অভিরাম এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়দের ধারণা, মুক্তিযুদ্ধের সময় এই আগ্নেয়াস্ত্রগুলো ব্যবহার করা হয়েছে।
স্থানীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রংপুর মহানগরীর হাজিরহাটের অভিরাম এলাকা একটি শুকনো পুকুরে বিকেলে একদল কিশোর খেলছিল। এ সময় তাঁরা পলিথিনে মোড়ানো একটি প্যাকেট দেখতে পান। এরপর মাটি খুঁড়ে সেটি বের করলে সেখানে পুরোনো তিনটি আগ্নেয়াস্ত্র পাওয়া যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে একটি মার্ক থ্রি, একটি এলএমজি, একটি এসএমজি রাইফেল, তিনটি ফাঁকা ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের হাজিরহাট থানার এসআই বাবুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘অভিরাম এলাকার ওই পুকুর থেকে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলো ১৯৭১ সালের হতে পারে। অস্ত্রগুলো উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরবর্তীতে আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’