সৈয়দপুর ও দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের কাহারোলে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে দুই আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর ১২টা ৪৫ মিনিটে উপজেলার পূর্ব মল্লিকপুর কলেজের সামনে দশমাইল-পঞ্চগড় সড়কে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নীলফামারীর সৈয়দপুর উপজেলার হাওয়ালদাপাড়া চাল মার্কেট এলাকার মৃত শামসাদের ছেলে শাহীন হোসেন (৩৫) ও রেলওয়ে স্টেশন সংলগ্ন সাহেবপাড়া এলাকার মৃত মজনু হোসেনের ছেলে শহীদ হোসেন (৩৪)।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, আজ দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে নিহত দুজন মোটরসাইকেলে করে ব্যবসায়িক কাজে সৈয়দপুর থেকে বীরগঞ্জ যাচ্ছিলেন। পথিমধ্যে কাহারোল উপজেলার পূর্ব মল্লিকপুর কলেজের সামনে পৌঁছালে দশমাইল-পঞ্চগড় সড়কে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে তাঁরা। ঘটনাস্থলেই মারা যান ওই দুই আরোহী।
এ বিষয়ে দশমাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল হক আজকের পত্রিকাকে বলেন, নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা এলে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।