হোম > সারা দেশ > রংপুর

মোটরসাইকেল কিনে না দেওয়ায় কিশোরের আত্মহত্যা

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

রংপুরের বদরগঞ্জে আরিফুল ইসলাম (১৭) নামে এক কিশোর বাবা-মায়ের কাছে আবদার করেছিল একটি মোটরসাইকেলের। কিন্তু দরিদ্র বাবা মা তা কিনে না দেওয়ায় অভিমানে ইঁদুর মারা গ্যাসের ট্যাবলেট খেয়ে মারা গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আরিফুল ইসলাম উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কালিগঞ্জ নয়াপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। 

বদরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মনোয়ার জাহান বিষয়টি নিশ্চিত করেছেন। 

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, আরিফুল ইসলামের বাবা মা ঢাকায় একটি গার্মেন্টসে কাজ করেন। আর আরিফুল তার নানির সঙ্গে থেকে এলাকায় রাজ মিস্ত্রির লেবার হিসেবে কাজ করতো। 

সে দীর্ঘদিন ধরে বাবা মায়ের কাছে একটি মোটরসাইকেল কিনে দেওয়ার কথা বলেন। তা কিনে না দেওয়ায় আরিফুল গতকাল শুক্রবার রাত ৮টার দিকে অভিমানে ইঁদুর মারা গ্যাসের ট্যাবলেট খান। তাকে পরিবারের লোকজন উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। 

বিষ্ণুপুর ইউনিয়নের চেয়ারম্যান ফিন্দিউল হাসান চৌধুরী শান্ত বলেন, ‘শুনেছি পরিবার মোটরসাইকেল কিনে না দেওয়ায় আরিফুল আত্মহত্যা করেছে। এটা অত্যন্ত দুঃখজনক ও হৃদয়বিদারক।’ 

বদরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মনোয়ার জাহান বলেন, ‘আরিফুলের মৃত্যুতে পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

বাক্সবন্দী লাখ লাখ টাকার যন্ত্র

অন্তর্বর্তী সরকারের কাছে ধাক্কা খেয়েছে জনগণের প্রত্যাশা: নুর

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

মানুষের কষ্টের আগুনে পেট্রল ঢেলেছে সরকার: নুরুল হক

দেড় কিলোমিটার দূরে পুলিশের ফায়ারিং রিহার্সাল, বাড়িতে গুলিবিদ্ধ কিশোরী

ভূমি অধিগ্রহণে দুর্নীতির মহোৎসব

গাইবান্ধায় দুই পক্ষের বিবাদ মেটাতে গিয়ে প্রাণ গেল ইউপি সদস্যের

পঞ্চগড়ের মানুষ চাইলে সারজিস কিংবা কোনো তরুণ সংসদে প্রতিনিধিত্ব করবেন

মিজানুর রহমান আজহারী লালমনিরহাট যাচ্ছেন শনিবার

শুধু একটি ভোটের জন্য এই গণ-অভ্যুত্থান হয়নি: নুরুল হক নুর

সেকশন