Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

মোটরসাইকেল কিনে না দেওয়ায় কিশোরের আত্মহত্যা

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

মোটরসাইকেল কিনে না দেওয়ায় কিশোরের আত্মহত্যা

রংপুরের বদরগঞ্জে আরিফুল ইসলাম (১৭) নামে এক কিশোর বাবা-মায়ের কাছে আবদার করেছিল একটি মোটরসাইকেলের। কিন্তু দরিদ্র বাবা মা তা কিনে না দেওয়ায় অভিমানে ইঁদুর মারা গ্যাসের ট্যাবলেট খেয়ে মারা গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আরিফুল ইসলাম উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কালিগঞ্জ নয়াপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। 

বদরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মনোয়ার জাহান বিষয়টি নিশ্চিত করেছেন। 

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, আরিফুল ইসলামের বাবা মা ঢাকায় একটি গার্মেন্টসে কাজ করেন। আর আরিফুল তার নানির সঙ্গে থেকে এলাকায় রাজ মিস্ত্রির লেবার হিসেবে কাজ করতো। 

সে দীর্ঘদিন ধরে বাবা মায়ের কাছে একটি মোটরসাইকেল কিনে দেওয়ার কথা বলেন। তা কিনে না দেওয়ায় আরিফুল গতকাল শুক্রবার রাত ৮টার দিকে অভিমানে ইঁদুর মারা গ্যাসের ট্যাবলেট খান। তাকে পরিবারের লোকজন উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। 

বিষ্ণুপুর ইউনিয়নের চেয়ারম্যান ফিন্দিউল হাসান চৌধুরী শান্ত বলেন, ‘শুনেছি পরিবার মোটরসাইকেল কিনে না দেওয়ায় আরিফুল আত্মহত্যা করেছে। এটা অত্যন্ত দুঃখজনক ও হৃদয়বিদারক।’ 

বদরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মনোয়ার জাহান বলেন, ‘আরিফুলের মৃত্যুতে পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

নদীভাঙন: সর্বগ্রাসী হয়ে উঠেছে ব্রহ্মপুত্র

সৈয়দপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার

বীরগঞ্জে দুই শিশুকে ধর্ষণচেষ্টা, আসামি ধরতে যাওয়া পুলিশের ওপর হামলা

সেতুর টোলের দায়িত্বে যুবদলের নাজু, না দিয়ে হামলা চালান বিএনপির রাজু

গাইবান্ধার সাবেক এমপি কবির দুই দিনের রিমান্ডে

জনগণের কাছে গিয়ে আস্থা অর্জন করতে হবে: তারেক রহমান

গ্রাহকদের টাকা নিয়ে উধাও প্রশিকার ব্যবস্থাপক, মাঠকর্মীর ‘আত্মহত্যা’

চার দিন ধরে রেলপথ অবরোধ, চার ট্রেনের চলাচল বন্ধ

৩১ দফা বাস্তবায়ন হলে দেশে ফ্যাসিবাদ আর ফিরবে না: এ্যানি

কুড়ানো আম ধুতে গিয়ে লাশ হয়ে ফিরল শিশু