বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘শেখ হাসিনা ভবিষ্যতে দুর্ভিক্ষ দেখতে পাচ্ছেন। একটা পরিষ্কার কথা বলি, আপনাকে দুর্ভিক্ষ আসার আগেই বিদায় করে দেব। আগেরবারও আওয়ামী লীগের সময় দুর্ভিক্ষ হয়েছে। এবার আপনাকে সেটা করতে দেওয়া হবে না।’
আজ শনিবার বিএনপির রংপুরের বিভাগীয় গণসমাবেশে তিনি এ কথা বলেন।
আমীর খসরু বলেন, ‘আওয়ামী লীগের সঙ্গে দেশের মানুষের কোনো সম্পর্ক নেই। তাদের রাজনীতি এখন পেটোয়া বাহিনী, আওয়ামী পুলিশ লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ওপর নির্ভরশীল।’
অর্থনীতি খাদে পড়ে গেছে উল্লেখ করে আমীর খসরু বলেন, ‘রিজার্ভ নাই, ব্যাংকে টাকাও নাই। শেয়ার বাজার লুটপাট হয়ে গেছে।’
জাতীয় ঐক্যের মাধ্যমে, মতামতের প্রেক্ষিতে জাতীয় সরকার গঠন করতে হবে। দেশকে মেরামত, উদ্ধার করতে হলে জাতীয় সরকার লাগবে। ভোট চুরি, সব সমস্যার মূলে। ভোট চোরেরা ক্ষমতায় থাকার জন্য গুম, খুন, মিথ্যা মামলা, লুটপাট, বিচারহীনতার চর্চা করছে। এ সময় শেখ হাসিনা, ভোট চোর বলে স্লোগান দেন তিনি।