বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট (ড্যাশ-৮ ডি) অবতরণের পর যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে এ ঘটনা ঘটে।
এতে করে বিমানবন্দরটিতে সাময়িকভাবে সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ হয়ে যায়। কয়েকটি ফ্লাইটের শতাধিক যাত্রী দুর্ভোগে পড়েন। পরে দুপুর সাড়ে ১২টার দিকে রানওয়ে থেকে বিমানটি সরিয়ে নেওয়া হলে ফ্লাইট ওঠানামা স্বাভাবিক হয়।
সৈয়দপুর বিমানবন্দর সূত্রে জানা যায়, এদিন ঢাকা থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের ড্যাশ-৮ ডি ফ্লাইট সাড়ে ৮টায় বিমানবন্দরের রানওয়েতে নামে। এ সময় বিমানের সামনের চাকায় (নোস হুইল) ত্রুটি দেখা দেয়। বিমানটি থেমে যাওয়ায় অল্পের জন্য দুর্ঘটনা থেকে ফ্লাইটে থাকা ৬০ জন যাত্রী প্রাণে রক্ষা পান।
এদিকে বিমানটি রানওয়েতে বিকল হওয়ায় সকাল সাড়ে ৮টা থেকে বিমানবন্দরের অন্য ফ্লাইট বন্ধ হয়ে যায়। পরবর্তীতে বিশেষ ব্যবস্থায় ফ্লাইটটি রানওয়ে থেকে মূল টার্মিনাল ভবনের কাছে নিয়ে আসার পর অন্যান্য ফ্লাইট ওঠানামা স্বাভাবিক হয়।
বাংলাদেশ বিমান সৈয়দপুর জেলা বিমান অফিসের জেলা ব্যবস্থাপক ফয়সাল কবীর আজকের পত্রিকাকে জানান, ‘সেনানিবাসের একদল প্রকৌশলীসহ স্থানীয় টেকনিশিয়ান বিমানটির ত্রুটি সারানোর জন্য কাজ করছেন। আশা করছি দ্রুত তা সারানো যাবে।’