দেশের উত্তরের জনপদ পঞ্চগড়ে আবারও বইতে শুরু করেছে মৃদু শৈত্যপ্রবাহ। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। পঞ্চগড়ে আজ রোববার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এটি দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এ তথ্য নিশ্চিত করেন তেঁতুলিয়া আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়া পর্যবেক্ষক জিতেন্দ্র নাথ রায়।
পঞ্চগড়ে দিনের বেলা রোদ দেখা দিলেও বিকেল থেকে পরের দিন দুপুর পর্যন্ত অনুভূত হচ্ছে তীব্র শীত। অব্যাহত শৈত্যপ্রবাহের পর তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাওয়ায় কয়েক দিন মানুষ স্বস্তিতে থাকলেও আবার তাপমাত্রা কমায় বেড়েছে জনদুর্ভোগ।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়া পর্যবেক্ষক জিতেন্দ্র নাথ রায় বলেন, রোববার সকাল ৯টায় পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন শনিবার পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।