Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

বিয়েবাড়িতে অবরুদ্ধ লোকজনকে উদ্ধারে গিয়ে আটকে পড়া ওসিকে উদ্ধার করল সেনাবাহিনী

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

বিয়েবাড়িতে অবরুদ্ধ লোকজনকে উদ্ধারে গিয়ে আটকে পড়া ওসিকে উদ্ধার করল সেনাবাহিনী

বিয়েবাড়িতে অবরুদ্ধ লোকজনকে উদ্ধারে গিয়ে আটকে পড়া ওসিকে উদ্ধার করল সেনাবাহিনী গাইবান্ধার সুন্দরগঞ্জে বিয়েবাড়িতে অবরুদ্ধ লোকজনকে উদ্ধার করতে গিয়ে থানার ওসি নিজেই অবরুদ্ধ হয়ে পড়েন। পরে সেনাবাহিনীর সদস্যরা গিয়ে ওসিসহ অবরুদ্ধ লোকজনকে উদ্ধার করে। গত শুক্রবার রাতে উপজেলার ছাপরহাটি ইউনিয়নের পশ্চিম ছাপরহাটি হাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. ওয়াজেদ হোসেন আজকের পত্রিকা'কে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘ওসি সাহেব ফোন করেছিলেন। তাঁদের হেল্প করাটাও আমাদের দায়িত্ব। তবে এলাকাবাসী খুব খারাপ করেছে। কাজটি তারা ঠিক করেনি। আমাদের কথাও তারা শুনতে চায়নি।’

এ বিষয়ে জানতে চাইলে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হাকিম আজাদ বলেন, ‘বিয়েবাড়িতে তিনজনকে আটকে রাখা হয়েছিল। মামলার কথা বলে তাঁদের উদ্ধার করতে গিয়েছিলাম। এ সময় আমাদের দিকে ঢিল ছোড়া হয়। তখন পাশের এক বাসায় ঢুকে পড়েছিলাম। পরে ওরা আমাকে ঘিরে ধরেছিল।’

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ওই গ্রামের প্রবাসী মো. দুখু মিয়ার মেয়ের সঙ্গে পার্শ্ববর্তী রামজীবন ইউনিয়নের মো. আয়নাল হকের ছেলে মো. সবুজ সরকারের (২৮) বিয়ে হয়। গেটের টাকা নিয়ে দ্বন্দ্বের পর রাত ১টার দিকে তিন শতাধিক বরযাত্রীকে খাবার দেওয়া হয়। বিকেলে রান্না করা ভাত ভ্যাপসা গরমে গভীর রাতে নরম হয়ে যায়। এ সময় বরপক্ষের লোকজন ভাতের প্লেট ও চেয়ার ভাঙচুর করেন। বিয়ের অনুষ্ঠান তদারকির দায়িত্বে থাকা কনের জ্যাঠা বরপক্ষকে শান্ত করতে গেলে তাঁকে মারধর করা হয়। পরে স্থানীয়রা এগিয়ে এলে বরপক্ষের বেশির ভাগ লোক পালিয়ে গেলেও বরসহ কয়েকজনকে আটক করা হয়।

আরও খবর পড়ুন:

নদীভাঙন: সর্বগ্রাসী হয়ে উঠেছে ব্রহ্মপুত্র

সৈয়দপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার

বীরগঞ্জে দুই শিশুকে ধর্ষণচেষ্টা, আসামি ধরতে যাওয়া পুলিশের ওপর হামলা

সেতুর টোলের দায়িত্বে যুবদলের নাজু, না দিয়ে হামলা চালান বিএনপির রাজু

গাইবান্ধার সাবেক এমপি কবির দুই দিনের রিমান্ডে

জনগণের কাছে গিয়ে আস্থা অর্জন করতে হবে: তারেক রহমান

গ্রাহকদের টাকা নিয়ে উধাও প্রশিকার ব্যবস্থাপক, মাঠকর্মীর ‘আত্মহত্যা’

চার দিন ধরে রেলপথ অবরোধ, চার ট্রেনের চলাচল বন্ধ

৩১ দফা বাস্তবায়ন হলে দেশে ফ্যাসিবাদ আর ফিরবে না: এ্যানি

কুড়ানো আম ধুতে গিয়ে লাশ হয়ে ফিরল শিশু