হোম > সারা দেশ > রংপুর

শারীরিক সম্পর্কে রাজি না হওয়ায় ডেকে নিয়ে নারীকে হত্যা: পুলিশ

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে রেজিয়া খাতুনকে (৪৮) হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার দুজনের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ এসব তথ্য জানিয়েছে।

আজ মঙ্গলবার ঠাকুরগাঁও পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় এ তথ্য জানান পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।

গ্রেপ্তার দুজন হলেন পীরগঞ্জ উপজেলার কানাড়ী গ্রামের মৃত তমিজ উদ্দীনের ছেলে দেলোয়ার হোসেন (৪৫) এবং একই গ্রামের মৃত ধনীবুল্লাহ ছেলে মো. এনতাজুল (৪৪)। গতকাল সোমবার রাতেই তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক জানান, রেজিয়া বেগমকে আসামিরা শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য বিভিন্ন সময় প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যান করেন রেজিয়া। এতে ক্ষিপ্ত হয়ে আসামিরা তাঁকে শ্বাসরোধে হত্যা করেন।

পীরগঞ্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তার দুই আসামির বাড়ির পাশে একটি আমবাগানে গত রোববার রেজিয়াকে মোবাইল ফোনে ডেকে নিয়ে আবারও কুপ্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় আসামিরা তাঁকে হত্যা করেন। আজ ঠাকুরগাঁও বিচারিক আদালতে তাঁদের ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

এর আগে গতকাল পীরগঞ্জ উপজেলার সেনগাঁও ইউনিয়নের কানাড়ী গ্রামের একটি আমবাগান থেকে ওই গ্রামের মৃত এনামুল হকের স্ত্রী রেজিয়া খাতুনের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁর ছেলে জুলফিকার আলী রুবেল (২৮) বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ওই দিন রাতেই অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মোছা. লিজা বেগম, সিনিয়র এএসপি মো. ফারুক ও জেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকেরা।

পঞ্চগড়ে আবারও তাপমাত্রা ৭ ডিগ্রির ঘরে

বাক্সবন্দী লাখ লাখ টাকার যন্ত্র

অন্তর্বর্তী সরকারের কাছে ধাক্কা খেয়েছে জনগণের প্রত্যাশা: নুর

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

মানুষের কষ্টের আগুনে পেট্রল ঢেলেছে সরকার: নুরুল হক

দেড় কিলোমিটার দূরে পুলিশের ফায়ারিং রিহার্সাল, বাড়িতে গুলিবিদ্ধ কিশোরী

ভূমি অধিগ্রহণে দুর্নীতির মহোৎসব

গাইবান্ধায় দুই পক্ষের বিবাদ মেটাতে গিয়ে প্রাণ গেল ইউপি সদস্যের

পঞ্চগড়ের মানুষ চাইলে সারজিস কিংবা কোনো তরুণ সংসদে প্রতিনিধিত্ব করবেন

মিজানুর রহমান আজহারী লালমনিরহাট যাচ্ছেন শনিবার

সেকশন