Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

ঠাকুরগাঁও ডিসি অফিসে ভাঙচুর, কারাগারে গেলেন সেই বৃদ্ধ

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও ডিসি অফিসে ভাঙচুর, কারাগারে গেলেন সেই বৃদ্ধ

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের তথ্য সহায়তা কেন্দ্র (হেল্প ডেস্ক) ভাঙচুরের ঘটনায় বৃদ্ধ সুশান্ত কুমার দাসকে (৬৫) কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার পুলিশ তাঁকে বিচারিক আদালতে হাজির করলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘হেল্প ডেস্কের কাচ ভাঙচুরের ঘটনায় জেলা প্রশাসক কার্যালয়ের নাজির বাদী হয়ে দ্রুত বিচার আইনে থানায় একটি মামলা করেন। ওই মামলায় সুশান্ত কুমার দাসসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়।’ 

মামলার বিবরণে জানা যায়, পূর্বপরিকল্পিতভাবে লোহার রড দিয়ে হেল্প ডেস্কের কাচ ভাঙচুর করে সুশান্ত। এ ঘটনায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়। 

এর আগে গতকাল সোমবার জেলা প্রশাসক কার্যালয়ের হেল্প ডেস্কের কাচ ভাঙচুর করেন সুশান্ত কুমার দাস। এ ঘটনায় পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে তাকে আটক করে। পরে জেলা প্রশাসক কার্যালয়ের নাজির রেজওয়ানুল ইসলাম প্রধান বাদী হয়ে দ্রুত বিচার আইনে সদর থানায় একটি মামলা দায়ের করেন।

দুটি ড্যামই অকার্যকর সেচের খরচ দ্বিগুণ

হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে সাবেক এমপি আফতাব উদ্দিন

নিরাপত্তা চেয়ে ঠাকুরগাঁও ইউএনও কার্যালয়ে অবস্থান

নীলফামারী মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ

অপরাধী পুলিশ সদস্যদের বিচার করে বাহিনীর গৌরব ফেরানো হবে: আইজিপি

সৈয়দপুরে সেনাবাহিনীর সহায়তায় ফুটপাত দখলমুক্ত

বিএনপির নতুন কমিটির সমালোচনা করে আহ্বায়কের মার খেলেন কৃষক দলের নেতা

নীলফামারীর সাবেক এমপি আফতাব উদ্দিন রংপুরে গ্রেপ্তার

তিস্তায় হাঁটুপানি, বেকার ৪ হাজার জেলে-মাঝি

সরকারি অ্যাম্বুলেন্স সংকট, রোগী জিম্মি বেসরকারিতে