Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

নীলফামারীতে বিদেশি পিস্তলসহ যুবক আটক

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে বিদেশি পিস্তলসহ যুবক আটক

নীলফামারীর ডিমলায় বিদেশি পিস্তল গুলিসহ এক যুবককে আটক করেছে র‍্যাব। আজ সোমবার উপজেলার ভেণ্টিয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। 

আটক যুবকের নাম তরিকুল ইসলাম ওরফে পিচ্চি লিটন (৩৩), পেশায় বাস চালক। তিনি সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের কচুকাটা গ্রামের বাসিন্দা। 

আজ সোমবার সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১৩ রংপুরের অধিনায়ক কমান্ডার আরাফাত ইসলাম। 

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের ভেণ্টিয়াপাড়া গ্রামে বেশ কিছুদিন ধরে ছিনতাইয়ের ঘটনা ঘটছিল। এর প্রেক্ষিতে র‍্যাব-১৩ নীলফামারী ক্যাম্প গোয়েন্দা নজরদারি বাড়ায়। আজ (সোমবার) দুপুরে সেখানে অস্ত্র বেচা কেনার উদ্দেশ্যেই কতিপয় ব্যক্তির অবস্থানের খবর পাওয়া যায়। 

এমন সংবাদে ওই স্থানে অভিযান চালালে পালানোর চেষ্টাকালে তরিকুল ইসলাম ওরফে পিচ্চি লিটনকে আটক করা হয়। এ সময় তার শরীর তল্লাশি করে একটি বিদেশি (চায়না) পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।’ 

কমান্ডার আরাফাত ইসলাম আরও বলেন, ‘তরিকুল ইসলাম বাস চালানোর পাশাপাশি অস্ত্র বেচাকেনা এবং ছিনতাইয়ের সঙ্গে যুক্ত ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার কাছে থাকা অস্ত্রটি ছিনতাই, বিভিন্ন নাশকতার কাজে ভাড়া এবং নিজে ব্যবহার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় ডিমলা থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

গঙ্গাচড়ায় জাল টাকা দিয়ে বাজার করতে গিয়ে নারী আটক

কৃষকের জমি দখল করে আ.লীগ নেতার চাতাল

রংপুরে অস্ত্রসহ যুবলীগ নেতা সাদ্দাম গ্রেপ্তার

ডেভিল হান্ট অভিযানে সৈয়দপুরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

কৃষকের জমিতে আ.লীগ নেতার চাতাল নির্মাণের অভিযোগ

মিঠাপুকুরে যুবকের হামলায় বড় ভাই নিহত

কাজে আসছে না ৩৪ লাখ টাকার সিগন্যাল

সিংড়া শালবনে আগুন, পুড়ে গেছে ৭ হেক্টর জমির বেতগাছ

বিরামপুরে ট্রাকচাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত, আহত ১

চার দিন ধরে অনশনে বড়পুকুরিয়া কয়লাখনির কর্মচারীরা