ঠাকুরগাঁওয়ে ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি প্রায় ৫ বছর ধরে পলাতক ছিলেন। আজ সোমবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠায় পুলিশ। এর আগে রোববার রাতে রাজধানী ঢাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া আসামির নাম আবুল কালাম আজাদ। তিনি সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গোয়ালপাড়া গ্রামের বাসিন্দা।
সদর থানা-পুলিশের উপপরিদর্শক চন্দন কুমার ঘোষ জানান, আসামির বিরুদ্ধে ২০১৮ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আদালত তাকে ১৪ বছরের সাজা দেন। এরপর থেকে সে আত্মগোপনে চলে যায়।