Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

অতিরিক্ত গরমে হাঁসফাঁস করছে গাইবান্ধাবাসী

গাইবান্ধা প্রতিনিধি

অতিরিক্ত গরমে হাঁসফাঁস করছে গাইবান্ধাবাসী

আবারও তাপপ্রবাহ শুরু হয়েছে গাইবান্ধায়। গরমে হাঁসফাঁস করছে মানুষ। জনজীবনে নেমে এসেছে অস্বস্তি। আজ শনিবার দুপুরে জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। রংপুর আবহাওয়া কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে। 

শহরে অন্যান্য দিনের তুলনায় লোকসমাগম অনেকটা কম। বিদ্যালয় খোলা থাকায় এসব শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অভিভাবকদের কিছুটা সমাগম দেখা গেছে। এ ছাড়া জরুরি কাজ ছাড়া ঘর থেকে কেউ বের হচ্ছে না। 

মুদি দোকানের কেনাকাটা করার জন্য গাইবান্ধা শহরে আসছেন আশরাফ আলী। তিনি বলেন, ‘বাড়ি থেকে সকালের দিকে বের হয়েছি। শহরে ভরদুপুরে প্রচণ্ড গরম পড়ছে। কয়েক দিন আগে এমনটা গরম লাগে নাই। কী যে অস্বস্তি লাগছে, ভাষায় প্রকাশ করতে পারছি না।’ 

ইসাহাক আলী বলেন, ‘কয়েক দিনের তুলনায় আজ তাপমাত্রা বেশি। সহ্য করার মতো না। রাস্তায় ভ্যান-রিকশা পাচ্ছি না। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য হেঁটেই মার্কেটে যাচ্ছি। উপায় তো নাই।’ 

গাইবান্ধা সদরের বল্লমঝড় ইউনিয়নের ইসলামপুর গ্রাম থেকে শহরে রিকশা চালানোর জন্য এসেছেন আমিনুল মোল্লা। তিনি বলেন, ‘শহরোত মানুষই কম, যাও আছে তারাও হাঁটে চলাফেরা করছেন। সকাল থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মাত্র ১০০ টাকার মতো ভাড়া মারছি। গরমে শরীল (শরীর) আর চলে না। শরীল না চললে হবে কী, রিকশার চাকা না ঘুরালে উপাস থাকা লাগবে।’ 

রংপুর আবহাওয়া কার্যালয়ের কর্মকর্তা মো. মোস্তাফিজ রহমান বলেন, আজকে তাপমাত্রা এখন পর্যন্ত ৩৮ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরমে জনজীবনে কিছুটা অস্বস্তি লাগছে।

নদীভাঙন: সর্বগ্রাসী হয়ে উঠেছে ব্রহ্মপুত্র

সৈয়দপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার

বীরগঞ্জে দুই শিশুকে ধর্ষণচেষ্টা, আসামি ধরতে যাওয়া পুলিশের ওপর হামলা

সেতুর টোলের দায়িত্বে যুবদলের নাজু, না দিয়ে হামলা চালান বিএনপির রাজু

গাইবান্ধার সাবেক এমপি কবির দুই দিনের রিমান্ডে

জনগণের কাছে গিয়ে আস্থা অর্জন করতে হবে: তারেক রহমান

গ্রাহকদের টাকা নিয়ে উধাও প্রশিকার ব্যবস্থাপক, মাঠকর্মীর ‘আত্মহত্যা’

চার দিন ধরে রেলপথ অবরোধ, চার ট্রেনের চলাচল বন্ধ

৩১ দফা বাস্তবায়ন হলে দেশে ফ্যাসিবাদ আর ফিরবে না: এ্যানি

কুড়ানো আম ধুতে গিয়ে লাশ হয়ে ফিরল শিশু