হোম > সারা দেশ > রংপুর

ভাতিজাদের সালামি দেওয়ায় স্বামীকে দায়ের কোপ, স্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধায় ভাতিজাদের ঈদের সালামি দেওয়ায় স্ত্রীর দায়ের কোপে তাইজুল ইসলাম (৩২) নামের এক যুবক জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত বৃহস্পতিবার ঈদের দিন উপজেলার নওদাবাস ইউনিয়নের চৌপুতি বটতলা এলাকার এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে।

থানায় করা অভিযোগ সূত্রে জানা গেছে, তাইজুল ইসলাম ঈদের দিন সকালে তাঁর ভাতিজাদের ২০ টাকা করে ঈদের সালামি দেন। এ সময় তাঁর স্ত্রী রাশেদা বেগম ২০ টাকার পরিবর্তে ১০ টাকা করে দিতে বলেন। এ নিয়ে দুজনের মধ্যে ঝগড়ার একপর্যায়ে রাশেদা দা দিয়ে তাঁর স্বামীকে কোপ দেন। তাতে তাইজুল পিঠে আঘাত পান।

স্থানীয় লোকজন তাইজুলকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আজ শনিবার সেখান থেকে চিকিৎসকেরা তাঁকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।

এদিকে এ ঘটনায় তাইজুল বাদী হয়ে স্বজনদের মাধ্যমে হাতীবান্ধা থানায় স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন।

তবে অভিযোগ অস্বীকার করে তাইজুলের স্ত্রী রাশেদা বেগম বলেন, ‘আমার স্বামী আমাকে দা নিয়ে আঘাত করার চেষ্টা করলে আমি বাধা দিই। এতে তাঁর পিঠে দায়ের আঘাত লাগে।’

এ বিষয়ে জানতে চাইলে হাতীবান্ধা থানার পরিদর্শক (তদন্ত) নির্মল চন্দ্র রায় আজকের পত্রিকাকে বলেন, ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাক্সবন্দী লাখ লাখ টাকার যন্ত্র

অন্তর্বর্তী সরকারের কাছে ধাক্কা খেয়েছে জনগণের প্রত্যাশা: নুর

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

মানুষের কষ্টের আগুনে পেট্রল ঢেলেছে সরকার: নুরুল হক

দেড় কিলোমিটার দূরে পুলিশের ফায়ারিং রিহার্সাল, বাড়িতে গুলিবিদ্ধ কিশোরী

ভূমি অধিগ্রহণে দুর্নীতির মহোৎসব

গাইবান্ধায় দুই পক্ষের বিবাদ মেটাতে গিয়ে প্রাণ গেল ইউপি সদস্যের

পঞ্চগড়ের মানুষ চাইলে সারজিস কিংবা কোনো তরুণ সংসদে প্রতিনিধিত্ব করবেন

মিজানুর রহমান আজহারী লালমনিরহাট যাচ্ছেন শনিবার

শুধু একটি ভোটের জন্য এই গণ-অভ্যুত্থান হয়নি: নুরুল হক নুর

সেকশন