Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত

ঠাকুরগাঁওয়ে জমিসংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় তোতা মিয়া (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ রোববার সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চণ্ডীপুর গ্রামের এ ঘটনা ঘটে। নিহত তোতা মিয়া একই গ্রামের মৃত গোলাম রসুলের ছেলে। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, তোতা মিয়ার সঙ্গে প্রতিবেশী রশিদ আইজুল ও মোখলেসদের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল। বিরোধপূর্ণ জমিতে আজ সকালে সার ছিটাতে যান তোতা ও তাঁর ভাতিজা। এ সময় প্রতিপক্ষের লোকজন তাঁদের ওপর হামলা চালিয়ে মারধর করেন। পরে তোতা মিয়াকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

নিহত তোতা মিয়ার ছেলে মোহাম্মদ মামুন বলেন, ‘আজ সকাল ১০টার দিকে আমার বাবা ও চাচাতো ভাই মোহাম্মদ বাদল আমনখেতে সার ছিটাতে যায়। এ সময় অপরপক্ষের রশিদ আইজুল, মুখলেস, তাদের ওপরে হামলা করে, এতে আমার বাবা নিহত হয়।’ হাসপাতালের চিকিৎসক রকিবুল আলম জানান, হাসপাতালে আনার আগেই তোতা মিয়া নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম ফিরোজ ওয়াহিদ জানান, জমিসংক্রান্ত বিরোধে জেরে তোতা মিয়া নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

গঙ্গাচড়ায় জাল টাকা দিয়ে বাজার করতে গিয়ে নারী আটক

কৃষকের জমি দখল করে আ.লীগ নেতার চাতাল

রংপুরে অস্ত্রসহ যুবলীগ নেতা সাদ্দাম গ্রেপ্তার

ডেভিল হান্ট অভিযানে সৈয়দপুরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

কৃষকের জমিতে আ.লীগ নেতার চাতাল নির্মাণের অভিযোগ

মিঠাপুকুরে যুবকের হামলায় বড় ভাই নিহত

কাজে আসছে না ৩৪ লাখ টাকার সিগন্যাল

সিংড়া শালবনে আগুন, পুড়ে গেছে ৭ হেক্টর জমির বেতগাছ

বিরামপুরে ট্রাকচাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত, আহত ১

চার দিন ধরে অনশনে বড়পুকুরিয়া কয়লাখনির কর্মচারীরা