কুড়িগ্রামের রাজারহাটে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ইমন মিয়া (২১) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। আজ রবিবার সকাল সোয়া ৭টার দিকে উপজেলার রাজারহাট-তিস্তা সড়কের শরিফ সিনেমা হলসংলগ্ন কালভার্টে এ দুর্ঘটনা ঘটে। এ সময় একই মোটরসাইকেলে থাকা লাদেন ওরফে রায়হান (২০) নামে অপর এক আরোহী আহত হয়েছেন।
রাজারহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পবিত্র কুমার এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, নিহত ইমন মিয়া জেলা সদরের মোঘলবাসা ইউনিয়নের চরসিতাইঝাড় এলাকার দুলাল মিয়ার ছেলে। ইমন তার কয়েকজন বন্ধুসহ মোটরসাইকেলযোগে বান্দরবান-ঢাকা হয়ে কুড়িগ্রামে ফিরছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজ রবিবার সকালে ইমন ও তাঁর বন্ধুরা চারটি মোটরসাইকেলে ভ্রমণ শেষে একসঙ্গে কুড়িগ্রামে ফিরছিলেন। ইমন মোটরসাইকেল নিয়ে রাজারহাট শরীফ সিনেমা হলসংলগ্ন এলাকা অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে কালভার্টের রেলিংয়ে ধাক্কা লেগে পড়ে যান। এ সময় ঘটনাস্থলেই ইমনের মৃত্যু হয়। এ দুর্ঘটনায় অপর আরোহী রায়হান আহত হন।
এ বিষয়ে রাজারহাট থানার পুলিশ পরিদর্শক পবিত্র কুমার জানান, নিহত ইমন তাঁর কয়েকজন সঙ্গীসহ মোটরসাইকেল ভ্রমণ শেষে কুড়িগ্রাম ফিরছিলেন। নিহতের পরিবার কোনো অভিযোগ না করায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।