নীলফামারীর ডোমারে ধনে চন্দ্র রায় (৭০) নামের এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার পাঙ্গাঁ মটুকপুর ইউনিয়নের মৌজা পাঙ্গাঁ এলাকায় এই ঘটনা ঘটে।
ধনে চন্দ্র পাঙ্গাঁ মটুকপুর ইউনিয়নের মৌজা পাঙ্গাঁ এলাকার সত্যধর রায়ের ছেলে। তাঁর লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী। তিনি বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’
পাঙ্গাঁ মটুকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল হাকিম ভুট্টো জানান, তিন-চার বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন ধনে চন্দ্র। মাঝেমধ্যে বাড়ি-ঘর ছেড়ে নিখোঁজ হতেন তিনি। পরিবারের সদস্যরা খুঁজে বের করে তাঁকে বাড়িতে আনতেন।
ইউপি চেয়ারম্যান বলেন, ‘সোমবার সকালে খবর পাই, ধনে চন্দ্র তাঁর বাড়ির পাশে শিমুল গাছের ডালে দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। আমি ঘটনাস্থলে এসেছি।’