Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

জুয়া খেলতে গিয়ে নিখোঁজ ২ জনের মরদেহ মিলল ব্রহ্মপুত্রে

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি

জুয়া খেলতে গিয়ে নিখোঁজ ২ জনের মরদেহ মিলল ব্রহ্মপুত্রে

গাইবান্ধার ফুলছড়িতে নিখোঁজের দুদিন পর দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের গলনারচর ও বাইনকার চর থেকে ভাসমান অবস্থায় তাঁদের মরদেহ উদ্ধার করে পুলিশ। 

মৃত ব্যক্তিরা হলেন—ফারুক হোসেন (৫০) ও সোনা মিয়া (৫৫)। ওমর ফারুক হোসেন ফুলছড়ি উপজেলার দক্ষিণ উদখালী গ্রামের মৃত নজলার রহমানের ছেলে ও সোনা মিয়া কাতলামারি গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। 

এর আগে গত বুধবার রাতে নিখোঁজ হন ওমর ফারুক ও সোনা মিয়া। ওমর ফারুক ফুলছড়ি উপজেলার দক্ষিণ উদখালী গ্রামের মৃত নজলার রহমানের ছেলে এবং সোনা মিয়া কাতলামারি গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। 

স্থানীয়রা জানান, গত বুধবার রাতে উপজেলার কালিরক্যাশ নামক চরে জুয়া খেলতে গিয়ে নিখোঁজ হয় ফারুক ও সোনামিয়া। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাওয়া যায়নি। এক পর্যায় শুক্রবার সকালে ব্রহ্মপুত্র নদে তাদের মরদেহ ভাসতে দেখতে পাওয়া যায়। পরে পুলিশে খবর দেন স্থানীয়রা। 

বিষয়টি নিশ্চিত করে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, ব্রহ্মপুত্র নদে ভাসমান অবস্থায় ফারুক ও সোনা মিয়া নামের দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের নিখোঁজের ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

কৃষকের জমি দখল করে আ.লীগ নেতার চাতাল

রংপুরে অস্ত্রসহ যুবলীগ নেতা সাদ্দাম গ্রেপ্তার

ডেভিল হান্ট অভিযানে সৈয়দপুরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

কৃষকের জমিতে আ.লীগ নেতার চাতাল নির্মাণের অভিযোগ

মিঠাপুকুরে যুবকের হামলায় বড় ভাই নিহত

কাজে আসছে না ৩৪ লাখ টাকার সিগন্যাল

সিংড়া শালবনে আগুন, পুড়ে গেছে ৭ হেক্টর জমির বেতগাছ

বিরামপুরে ট্রাকচাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত, আহত ১

চার দিন ধরে অনশনে বড়পুকুরিয়া কয়লাখনির কর্মচারীরা

পীরগঞ্জে আগুনে পুড়ল ৯ বাড়ি