Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

সুন্দরগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ 

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

সুন্দরগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ 

গাইবান্ধার সুন্দরগঞ্জে আলুবোঝাই ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আয়রিন আক্তার (২৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ছাড়া মোটরসাইকেলে থাকা তাঁর স্বামী ও দুই সন্তান গুরুতর আহত হয়েছেন। গতকাল শনিবার রাত ৮টার দিকে সুন্দরগঞ্জ-চৌধুরাণী আঞ্চলিক সড়কের নাচনী ঘগেয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আয়রিন আক্তার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের চৌতন্য বাজার এলাকার শাহীন মিয়ার স্ত্রী। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সন্ধ্যায় শাহীন মিয়া তাঁর স্ত্রী ও দুই শিশু সন্তানসহ মোটরসাইকেলে রংপুরের বাসায় যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি আলুবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা আয়রিন আক্তার তাঁর স্বামী শাহীন মিয়া ও দুই শিশু সন্তানসহ গুরুতর আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে পথে আয়রিন আক্তারের মৃত্যু হয়। 

স্থানীয়রা ট্রাকটি জব্দ করলে সুন্দরগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে সেটি থানায় নিয়ে যায়। 

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখার মোকাদ্দেম ঘটনার সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের সেই ‘বড় ভাই’ আটক

ঠাকুরগাঁওয়ে ন্যায্যমূল্যে ডিম-মুরগি বিক্রি শুরু

অনশন ভেঙে কাজে ফিরেছেন বড়পুকুরিয়া কয়লাখনির কর্মচারীরা

ফুলছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আটক

ফুলছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রোকন গ্রেপ্তার

দুটি ড্যামই অকার্যকর সেচের খরচ দ্বিগুণ

হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে সাবেক এমপি আফতাব উদ্দিন

নিরাপত্তা চেয়ে ঠাকুরগাঁও ইউএনও কার্যালয়ে অবস্থান

নীলফামারী মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ

অপরাধী পুলিশ সদস্যদের বিচার করে বাহিনীর গৌরব ফেরানো হবে: আইজিপি