গাইবান্ধার সুন্দরগঞ্জে চলমান বীর মুক্তিযোদ্ধা হস্তশিল্প ও পণ্যমেলা স্থগিত করা হয়েছে। জেলা প্রশাসকের নির্দেশনা পেয়ে গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ-আল-মারুফ এ মেলা স্থগিত ঘোষণা করেন।
ইউএনও জানান, ‘আগামী ১৯ জুন থেকে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাদের কথা ভেবে এই মেলা স্থগিত করা হলো।’
এ সময় সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদ আল হাসান, উপজেলা বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ইমদাদুল হক বাবলু ও গণমাধ্যমকর্মীসহ অনেকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চবিদ্যালয়ের ফুটবল খেলার মাঠে গত ২৩ মে মাসব্যাপী এই মেলার উদ্বোধন করা হয়েছিল। স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটওয়ারী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস আফরুজা বারী উপস্থিত থেকে এই মেলার উদ্বোধন করেছিলেন। মেলাটি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আয়োজনে চলছিল। আয়োজক ছিল জেবি ট্রেড ইন্টারন্যাশনাল।