রংপুরের বদরগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত লাভলু মিয়ার (৫০) লাশ দাফন করা হয়েছে। আজ রোববার বিকেলে উপজেলার মধুপুর ইউনিয়নের রাজরামপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
এদিকে আজ লাভলু মিয়ার লাশ দাফনের পর সন্ধ্যায় হত্যার সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগ এনে বদরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও কালুপাড়া ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল হক মানিক, তাঁর ছেলে তমালসহ হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির একটি অংশ।
আজ রোববার সন্ধ্যার পর মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির মানিক এবং বিএনপি নেতা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাইদুল ইসলাম।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আতিকুর রহমান বলেন, ওই হত্যার ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।