Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

মধ‍্যরাতের সংবাদ সম্মেলনই বলে দেয় অবস্থা কতটা ভয়াবহ: দুদু

রংপুর প্রতিনিধি

মধ‍্যরাতের সংবাদ সম্মেলনই বলে দেয় অবস্থা কতটা ভয়াবহ: দুদু
রংপুরে ‘জুলাই অভ্যুত্থানের রাজনৈতিক শিক্ষা’ শীর্ষক আলোচনা সভায় দুদু। ছবি: আজকের পত্রিকা

বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শামসুজ্জামান দুদু বলেছেন, মধ‍্যরাতে স্বরাষ্ট্র উপদেষ্টার সংবাদ সম্মেলনই বলে দেয় বর্তমান অন্তর্বর্তী সরকারের অবস্থা কতটা ভয়াবহ।

আজ সোমবার রংপুর মহানগরীর দর্শনা বাছিরন নেছা স্কুল অ্যান্ড কলেজ মাঠে ‘জুলাই অভ্যুত্থানের রাজনৈতিক শিক্ষা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

একই অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের প্রভোস্ট, রংপুরের সন্তান ড. আব্দুল্লাহ আল মামুনকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

শামসুজ্জামান দুদু বলেন, ‘নৌবাহিনীর ঘাঁটিতে দুষ্কৃতকারীরা আক্রমণ করে। সেটি আমাদের দেখতে হয়; এর থেকে পরিতাপের বিষয় বাংলাদেশে দ্বিতীয়টি নেই।’

শামসুজ্জামান দুদু আরও বলেন, ‘আমরা এই সরকারের এখনো পদত্যাগ দাবি করিনি; কিন্তু পরিস্থিতি উন্নতি না হলে মানুষ এই অবস্থা সহজে মেনে নেবে না। এ জন্য আমাদের বক্তব্য খুব স্পষ্ট, যত দ্রুত সম্ভব অন্তর্বর্তী সরকার এই ভূখণ্ডকে মানুষের বসবাসের উপযোগী করবে, এটা আমরা প্রত‍্যাশা করি।’

অনুষ্ঠানে আমন্ত্রক হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের বৈষম্যবিরোধী নাগরিক ঐক্য কমিটির আহ্বায়ক মো. সামসুজ্জামান সামু, বিশেষ অতিথি বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। সভাপতিত্ব করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী।

নদীভাঙন: সর্বগ্রাসী হয়ে উঠেছে ব্রহ্মপুত্র

সৈয়দপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার

বীরগঞ্জে দুই শিশুকে ধর্ষণচেষ্টা, আসামি ধরতে যাওয়া পুলিশের ওপর হামলা

সেতুর টোলের দায়িত্বে যুবদলের নাজু, না দিয়ে হামলা চালান বিএনপির রাজু

গাইবান্ধার সাবেক এমপি কবির দুই দিনের রিমান্ডে

জনগণের কাছে গিয়ে আস্থা অর্জন করতে হবে: তারেক রহমান

গ্রাহকদের টাকা নিয়ে উধাও প্রশিকার ব্যবস্থাপক, মাঠকর্মীর ‘আত্মহত্যা’

চার দিন ধরে রেলপথ অবরোধ, চার ট্রেনের চলাচল বন্ধ

৩১ দফা বাস্তবায়ন হলে দেশে ফ্যাসিবাদ আর ফিরবে না: এ্যানি

কুড়ানো আম ধুতে গিয়ে লাশ হয়ে ফিরল শিশু