Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

ক্লাসরুমে ফ্যান চালিয়ে শুকানো হচ্ছে ধান

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

ক্লাসরুমে ফ্যান চালিয়ে শুকানো হচ্ছে ধান

বিদ্যালয়ের শ্রেণিকক্ষের বাইরে বল নিয়ে বসে আছে কয়েকজন শিশু। দেখেই বোঝা যাচ্ছে, তারা কেউ স্কুলে ক্লাস করতে নয়, খেলতে এসেছে। ভবনে প্রবেশের গেটটিও খোলা। প্রবেশ করতেই শোনা যাচ্ছে শ্রেণিকক্ষে বৈদ্যুতিক ফ্যান ঘোরার শব্দ। আর সেই শ্রেণিকক্ষে প্রবেশ করতে দেখা মেলেনি কোনো শিক্ষার্থী ও শিক্ষকের। তবে মেঝেতে রয়েছে ধান, যা ফ্যানের বাতাসে শুকানো হচ্ছে। 

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার নওদাবাস ইউনিয়নের তরুগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ধান শুকানোর ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। শুধু তাই নয়, ওই বিদ্যালয়ের আরও একটি শ্রেণিকক্ষে প্রতিনিয়ত চলে রান্নার কাজ। সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমন কার্যক্রম নিয়ে চলছে আলোচনা ও সমালোচনার ঝড়। 

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, ওই বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষের মেঝেতে ভেজা ধান রাখা হয়েছে। ধান শুকাতে ব্যবহার করা হচ্ছে শ্রেণিকক্ষের ফ্যান। অন্যদিকে আরও একটি কক্ষে দেখা গেছে ইলেকট্রনিক চুলা, হাঁড়ি, পাতিলসহ রান্নার কাজে ব্যবহৃত নানা তৈজসপত্র। স্কুল চলাকালীন ওই কক্ষে প্রতিদিন চলে শিক্ষকদের খাবারের আয়োজন। 

এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় বাসিন্দারা জানান, ওই বিদ্যালয়ের শিক্ষকেরা তাঁদের ইচ্ছেমতো স্কুল পরিচালনা করেন। মন চাইলে স্কুল আসেন, না চাইলে আসেন না। তাঁদের বিরুদ্ধে প্রতিবাদ করলে উল্টো ভয় ও হুমকি দেয়। 

তরুগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে চলে রান্নার কার্যক্রমতরুগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অতি সুন্দর রায় বলেন, ‘এটি অনেক আগের পুরোনো ভিডিও। বিদ্যালয়ের চাবি শিক্ষক শোভা রানীর কাছে ছিল। তিনি তাঁর বাড়ির ধান শুকিয়েছেন। পরে আমরা তাঁর কাছ থেকে চাবি নিয়ে নিই। তাঁকে এ ধরনের কাজ আর না করতে নিষেধ করা হয়েছে।’ 

শ্রেণিকক্ষে ধান শুকানোর বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী শিক্ষা অফিসার মিঠুন বর্মন বলেন, ‘এটা কখনো কাম্য নয়। আমি বিষয়টি খোঁজ-খবর করে ব্যবস্থা নিচ্ছি।’ 

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি জানা নেই। যদি এমন কিছু হয়ে থাকে, আমি খোঁজ নিয়ে ব্যবস্থা নিচ্ছি।’

নদীভাঙন: সর্বগ্রাসী হয়ে উঠেছে ব্রহ্মপুত্র

সৈয়দপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার

বীরগঞ্জে দুই শিশুকে ধর্ষণচেষ্টা, আসামি ধরতে যাওয়া পুলিশের ওপর হামলা

সেতুর টোলের দায়িত্বে যুবদলের নাজু, না দিয়ে হামলা চালান বিএনপির রাজু

গাইবান্ধার সাবেক এমপি কবির দুই দিনের রিমান্ডে

জনগণের কাছে গিয়ে আস্থা অর্জন করতে হবে: তারেক রহমান

গ্রাহকদের টাকা নিয়ে উধাও প্রশিকার ব্যবস্থাপক, মাঠকর্মীর ‘আত্মহত্যা’

চার দিন ধরে রেলপথ অবরোধ, চার ট্রেনের চলাচল বন্ধ

৩১ দফা বাস্তবায়ন হলে দেশে ফ্যাসিবাদ আর ফিরবে না: এ্যানি

কুড়ানো আম ধুতে গিয়ে লাশ হয়ে ফিরল শিশু