হোম > সারা দেশ > রংপুর

‘আপনাদের কিছু নিউজ বহু লোকের রাতের ঘুম হারাম করে দিয়েছে’

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

প্রার্থিতা বাতিল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি করায় সাংবাদিকদের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন লালমনিরহাট-১ আসনে স্বতন্ত্র প্রার্থী (ঈগল) ও সোনালী ব্যাংকের সাবেক এমডি আতাউর রহমান প্রধান। আজ মঙ্গলবার সাক্ষাৎকার দেওয়ার সময় সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেছেন, ‘আপনাদের কিছু নিউজ বহু লোকের রাতের ঘুম হারাম করে দিয়েছে।’ 

অন্যদিকে সংসদ সদস্য প্রার্থীর এমন অসৌজন্যমূলক আচরণের কারণে সংবাদ প্রচার বর্জন করেন স্থানীয় সিনিয়র সাংবাদিকেরা। শুধু তা-ই নয়, এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন স্থানীয় সাংবাদিক নেতারা। আগেও সংবাদের ভাষা পরিবর্তনসহ সাংবাদিকদের নিয়ে নানা ধরনের বক্তব্য দেন আতাউর রহমান প্রধান।

আজ (মঙ্গলবার) বিকেলে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা পরিষদ চত্বরে সাংবাদিকদের সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি সাংবাদিকের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। এ সময় উপস্থিত সাংবাদিকেরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

ক্ষিপ্ত হয়ে সাংবাদিকদের আতাউর রহমান প্রধান বলেন, ‘আপনারা আমার প্রার্থিতা গতকালকে বাতিল করে দিয়েছেন। আমার প্রার্থিতা কি বাতিল হয়েছে? তাহলে কালকে কেন এমন নিউজ করলেন! আপনাদের কিছু নিউজ বহু লোকের রাতের ঘুম হারাম করে দিয়েছে।’ 

এসব কথাবার্তার মধ্য দিয়ে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান আতাউর রহমান প্রধান। এ সময় সিনিয়র সাংবাদিক আসাদুজ্জামান সাজু এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাঁর সংবাদ প্রচার বর্জন করে চলে যান। 

মঙ্গলবার লালমনিরহাট-১ আসনের স্বতন্ত্র প্রার্থী (ঈগল) ও সোনালী ব্যাংকের সাবেক এমডি আতাউর রহমান প্রধানের প্রার্থিতা নিয়ে আদালতে একটি রায় প্রকাশ হয়। সেই রায়কে কেন্দ্র করে গতকাল সোমবার বিভিন্ন গণমাধ্যম একটি সংবাদ প্রকাশ করে। সেই সংবাদের বরাত দিয়ে স্থানীয় সাংবাদিকেরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখালেখি করেন। আর সেই লেখালেখির কারণে সাংবাদিকদের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন আতাউর রহমান প্রধান। 

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সাজু বলেন, ‘বিষয়টি খুবই দুঃখজনক। আমি সঙ্গে সঙ্গেই এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছি।’ 

এ বিষয়ে জানতে লালমনিরহাট-১ আসনের স্বতন্ত্র প্রার্থী (ঈগল) আতাউর রহমান প্রধানের মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

বাক্সবন্দী লাখ লাখ টাকার যন্ত্র

অন্তর্বর্তী সরকারের কাছে ধাক্কা খেয়েছে জনগণের প্রত্যাশা: নুর

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

মানুষের কষ্টের আগুনে পেট্রল ঢেলেছে সরকার: নুরুল হক

দেড় কিলোমিটার দূরে পুলিশের ফায়ারিং রিহার্সাল, বাড়িতে গুলিবিদ্ধ কিশোরী

ভূমি অধিগ্রহণে দুর্নীতির মহোৎসব

গাইবান্ধায় দুই পক্ষের বিবাদ মেটাতে গিয়ে প্রাণ গেল ইউপি সদস্যের

পঞ্চগড়ের মানুষ চাইলে সারজিস কিংবা কোনো তরুণ সংসদে প্রতিনিধিত্ব করবেন

মিজানুর রহমান আজহারী লালমনিরহাট যাচ্ছেন শনিবার

শুধু একটি ভোটের জন্য এই গণ-অভ্যুত্থান হয়নি: নুরুল হক নুর

সেকশন