Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

‘বেশি বাড়াবাড়ি করবেন না’, এমপিকে হুমকির প্রতিবাদে বিক্ষোভ

ঠাকুরগাঁও প্রতিনিধি

‘বেশি বাড়াবাড়ি করবেন না’, এমপিকে হুমকির প্রতিবাদে বিক্ষোভ

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে জেলা শহর থেকে বিতাড়িত করার হুমকি দেওয়া হয়েছে। ঠাকুরগাঁও পৌরসভার প্যানেল মেয়র আব্দুল কাইয়ুম চৌধুরী এক নির্বাচনী সভায় বক্তব্যে এ হুমিক দেন। 

এর আগে, গত ১২ মে সন্ধ্যায় শহরের পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী অরুনাংশু দত্ত টিটোর নির্বাচনী প্রচার সভায় এমপি রমেশ চন্দ্র সেনকে জেলা শহর থেকে বিতাড়িত করার হুঁশিয়ারি দেন আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির ওই নেতা। পরে ২ মিনিট ২৭ সেকেন্ডের একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন সদর নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকারের (মোটরসাইকেল প্রতীক) পক্ষে রয়েছেন। 

এদিকে এমপিকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য ও হুমকির প্রতিবাদে আজ বৃহস্পতিবার রুহিয়া থানা এলাকায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন রুহিয়া থানা আওয়ামী লীগের সহসভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আবু তাহের। 

হুমকির ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রুহিয়া থানা আওয়ামী লীগের সভাপতি পার্থ সেন। 

ওই ভিডিওতে এমপি রমেশ চন্দ্র সেনের উদ্দেশে পৌর কাউন্সিলর আব্দুল কাইয়ুম চৌধুরীকে বলতে শোনা যায়, ‘জীবনে তো ভোট করেনি, প্রতিদ্বন্দিতাও করেনি কারও সঙ্গে। ওই অটোপাস এমপি সবাইকে হুমকি দিয়ে পৌর কাউন্সিলরদের বিভ্রান্ত করেছে। আবার কিছু কাউন্সিলর বাসস্ট্যান্ডে কথা বলেছে। কিন্তু তারা ঠিকই আছে, কোনো রকমে বিভ্রান্ত হয়নি। তাদের জোর করে আনা হয়েছে। ওনারা (কাউন্সিলর) এখানে (বাসস্ট্যান্ড এলাকায়) এসে বলছে আমরা আওয়ামী লীগের মূল স্রোতে আছি। ওনারা যদি মূলস্রোত হয়, তাহলে আমরা কোন আওয়ামী লীগ করছি? যার বাপ (বাবা) করে জামায়াত, ভাই করে বিএনপি। আজব কথা। আমরাই মুলস্রোত, মূল আওয়ামী লীগ।’ 

কাইয়ুম চৌধুরী আর বলেন, ‘বেশি বাড়াবাড়ি করবেন না, ঠাকুরগাঁওয়ে আপনাদের ঠাঁই হবে না। ওই রমেশ সেনকে রুহিয়া থেকে টিটো দত্তই ঠাকুরগাঁওয়ে নিয়ে আসছে। আবার বিদায় করে দেব। রাত ৩টা বাজলে টিটো দত্তকে পাওয়া যায়, আর উনি এমন নেতা কলিংবেল বাজলেও তাকে পাওয়া যায় না।’ 

এ প্রসঙ্গে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর প্যানেল মেয়র আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘আমরা তার কাছে (এমপি) এটা প্রত্যাশা করতে পারিনা। তাই মনের ক্ষোভ থেকেই বলেছি। তিনি যেভাবে পক্ষপাতিত্ব করছেন তা মোটেও কাম্য নয়। যেহেতু আমরা সবাই একই দলের। তিনি আমাদের অভিভাবক। তিনি কেন পক্ষ নিয়ে কাজ করবেন।’ 

এ বিষয়ে সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেন, ‘সবাই একই দলের প্রার্থী। নির্বাচন যাতে অবাধ সুষ্ঠু হয়। কেউ যাতে নির্বাচনী সভাগুলোতে ভয় প্রদর্শন করতে না পারে আইনশৃঙ্খলা বাহিনীকে বলা হয়েছে।’ আর যারা এ ধরনের হুমকি-ধমকি দিবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে আহ্বান জানান তিনি। 

এ বিষয়ে ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ বলেন, ‘এটা রির্টানিং অফিসারের বিষয়। তবে নির্বাচনকে সামনে রেখে পর্যাপ্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় আমরা প্রস্তত রয়েছি।’ 

এমপিকে হুমকি দেওয়া প্রসঙ্গে জানতে জেলা রির্টানিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সাবির্ক) সোলায়মান আলীর মোবাইল ফোনে কল দেওয়া হলে তিনি রিসিভ করেননি। 

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, ষষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপে ঠাকুরগাঁও সদর ও উপজেলা পরিষদের নির্বাচন ২১ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। 

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ঠাকুরগাঁও সদর উপজেলায় ভোটগ্রহণ ২১ মে। এ উপজেলায় চেয়ারম্যান পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তাদের মধ্যে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো (আনারস প্রতীক), সদর আ লীগ সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার (মোটরসাইকেল প্রতীক), সহ-সভাপতি রওশনুল হক তুষার (ঘোড়া প্রতীক) ও সাবেক ছাত্রলীগ নেতা কামরুল হাসান খোকন (কাপ-পিরিচ প্রতীক) নির্বাচন করছেন। 

এছাড়াও পাঁচজন ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একটি পৌরসভা ও ২২টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৭ হাজার ১৭৫ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৪৪ হাজার ৯০৩, নারী ২ লাখ ৪২ হাজার ২৬৮ ও তৃতীয় লিঙ্গের চারজন। মোট ভোট কেন্দ্র রয়েছে ১৮৫ টি।

দুটি ড্যামই অকার্যকর সেচের খরচ দ্বিগুণ

হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে সাবেক এমপি আফতাব উদ্দিন

নিরাপত্তা চেয়ে ঠাকুরগাঁও ইউএনও কার্যালয়ে অবস্থান

নীলফামারী মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ

অপরাধী পুলিশ সদস্যদের বিচার করে বাহিনীর গৌরব ফেরানো হবে: আইজিপি

সৈয়দপুরে সেনাবাহিনীর সহায়তায় ফুটপাত দখলমুক্ত

বিএনপির নতুন কমিটির সমালোচনা করে আহ্বায়কের মার খেলেন কৃষক দলের নেতা

নীলফামারীর সাবেক এমপি আফতাব উদ্দিন রংপুরে গ্রেপ্তার

তিস্তায় হাঁটুপানি, বেকার ৪ হাজার জেলে-মাঝি

সরকারি অ্যাম্বুলেন্স সংকট, রোগী জিম্মি বেসরকারিতে