বৃষ্টির জন্য টানা তিন দিনের ইসতিসকার নামাজ আদায়ের কর্মসূচি পালন করছে ঠাকুরগাঁও ইমাম সমিতি পরিষদ। গতকাল শনিবারের পর আজ রোববার ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে খোলা আকাশের নিচে ইসতিসকার নামাজ আদায় করা হয়।
ঠাকুরগাঁও ইমাম সমিতির সভাপতি মাওলানা মো. খলিলুল্লাহ বলেন, প্রচণ্ড এই গরম থেকে মুক্তি পেতে রহমতের বৃষ্টির জন্য গতকাল শনিবার থেকে টানা তিন দিন শহরের বড় মাঠে ইসতিসকার নামাজ আদায় করা হচ্ছে। ইমাম সমিতির আয়োজনে অনুষ্ঠিত ইসতিসকার নামাজে বিভিন্ন মসজিদের খতিব, ইমামসহ সাধারণ মানুষ অংশ নিচ্ছেন। আগামীকাল সোমবারও একই স্থানে বৃষ্টির জন্য নামাজ আদায় করা হবে।
আজ নামাজে অংশ নেওয়া মুসল্লি শাহ আলম বলেন, ‘বৃষ্টিবাদল নেই। খুব তাপ। কলে পানি উঠছে না। তাই বৃষ্টি চেয়ে নামাজের মাধ্যমে কান্নাকাটি করে আল্লাহর কাছে সবাই দোয়া করেছেন।’
মাদ্রাসাশিক্ষক নুর আলম বলেন, ‘গরমে মানুষ অতিষ্ঠ। তাই আল্লাহর অশেষ রহমত কামনায় এই নামাজ আদায় করা হয়।’