হোম > সারা দেশ > রংপুর

হিলি চেকপোস্ট থেকে সৈয়দপুরের ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫, ২২: ৫০
সৈয়দ শাহাজাদা আলম। ছবি: সংগৃহীত

ভারতে পালানোর সময় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নীলফামারীর সৈয়দপুর পৌর শাখার নেতা সৈয়দ শাহাজাদা আলমকে (৩২) গ্রেপ্তার করেছে দিনাজপুরের হিলি ইমিগ্রেশন পুলিশ। আজ রোববার বিকেলে হিলি চেকপোস্ট থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

শাহাজাদা আলম সৈয়দপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সৈয়দ মনজুর আলমের ছেলে এবং ওই ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি। তিনি সৈয়দপুর থানায় করা দুটি মামলার এজাহারভুক্ত আসামি।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, ‘দুপুরের দিকে শাহাজাদা নামের ওই ব্যক্তি ভারতে যাওয়ার উদ্দেশে হিলি ইমিগ্রেশন চেকপোস্টে আসেন। এ সময় ইমিগ্রেশনের কার্যক্রম সম্পন্ন করার জন্য তাঁর পাসপোর্ট আমাদের অফিসে জমা দেন। তাঁর সম্পর্কে তথ্য জানতে খোঁজখবর নিলে সৈয়দপুর থানায় তাঁর বিরুদ্ধে রাজনৈতিক মামলা থাকার বিষয়টি নিশ্চিত হই। পরে তাঁকে গ্রেপ্তার করে হাকিমপুর থানায় হস্তান্তর করা হয়।’

জানতে চাইলে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফইম উদ্দিন বলেন, শাহাজাদা নামের ওই ব্যক্তি সৈয়দপুর থানায় করা দুই মামলার এজাহারভুক্ত আসামি। হাকিমপুর থানা আসামিকে সৈয়দপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করেছে।

ঘুষ নেওয়ার সময় ডিমলায় ভূমি কর্মকর্তা হাতেনাতে আটক

মহাসড়কের গাছ চুরি, যুবদলের ৪ কর্মী আটক

ফেলানী হত্যার ১৪ বছর: বিচার পাওয়ার আশায় তার পরিবার ও স্বজনেরা

নীলফামারী কারাগারে হাজতির মৃত্যু