Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

লাথি মেরে ভাঙরে তালা আওয়ামী লীগের বন্দিশালা: পাপিয়া

গাইবান্ধা প্রতিনিধি

লাথি মেরে ভাঙরে তালা আওয়ামী লীগের বন্দিশালা: পাপিয়া

‘লাথি মেরে ভাঙরে তালা, আওয়ামী লীগের বন্দিশালা—এই স্লোগান দিয়ে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব নেতা-কর্মীকে জেলের তালা ভেঙে বের করা হবে।’ আজ শনিবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধা জেলা বিএনপি অফিসের সামনে আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহমানবাধিকার সম্পাদক অ্যাড. আশিফা আশরাফি পাপিয়া।

এ সময় অ্যাড. আশিফা আশরাফি পাপিয়া বলেছেন, ‘আওয়ামী লীগ সাধারণ জনগণের ভোট চুরি করে বারবার ক্ষমতায় আসে। তিনবার দিনের ভোট রাতে সিল মেরে অবৈধভাবে ক্ষমতায় এসেছে। সে আশা এবার আর পূরণ হবে না। আগামী জাতীয় নির্বাচনে ক্ষমতায় যাওয়ার জন্য তারা নতুন করে ফন্দির ফাঁদ খুঁজছেন। বিএনপির নেতা-কর্মীকে মিথ্যা মামলায় গ্রেপ্তার শুরু করছেন। তারা শূন্য মাঠে গোল দিতে চায়। আওয়ামী লীগ গায়ের জোরে তিনবার ক্ষমতায় গেছে। দেশের সাধারণ মানুষ এই বর্তমান সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। ভোটের আগে সকল বিরোধী দলের নেতা-কর্মীকে ছেড়ে দিতে হবে। না দিলে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে, লাথি মেরে ভাঙরে তালা, আওয়ামী লীগের বন্দিশালা—এই স্লোগান দিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব নেতা-কর্মীকে জেলের তালা ভেঙে বের করা হবে।’

বিএনপির এই নেত্রী বলেন, ‘নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগের পরাজয় নিশ্চিত। তারা সেই ভয়ে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিতে ভয় পায়। আজকে বিএনপির প্রত্যেক নেতা-কর্মীদের নামে মিথ্যা গায়েবি মামলা দিয়ে তাদের হয়রানি করা হচ্ছে। বিএনপি সরকার ক্ষমতায় থাকার সময় আওয়ামী লীগ আন্দোলনের নামে দীর্ঘদিন হরতাল করেছিল। আজকের ১০ দফা এই সরকারের পদত্যাগের দাবি। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় দীর্ঘদিন কারাভোগ করতে হয়েছে। শুধু তাই নয়, খালেদা জিয়া গুরুতর অসুস্থ হওয়ার পরও তাঁকে মুক্তি না দেওয়ায় দেশেই চিকিৎসা নিতে হচ্ছে। তাঁকে বিদেশে চিকিৎসার কোনো সুযোগ দেওয়া হয়নি।’

পাপিয়া বলেন, ‘নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, আওয়ামী লীগ ততই ভয় করছে। দফায় দফায় জিনিসপত্রের মূল্য বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ ক্রয় করতে পারছে না। দেশের মানুষ এই সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না।’

বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ, খালেদা জিয়ার মুক্তি ও সরকারের পদত্যাগের দাবি ও তত্ত্বাবধায়ক সরকারসহ গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক। মানববন্ধন চলাকালে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সহসভাপতি আব্দুল মোন্নাফ আলমগীর, মো. শহিদুজ্জামান শহীদ, জেলা জিয়া পরিষদের আহ্বায়ক ও সদরের মনোনয়নপ্রত্যাশী আব্দুল আউয়াল আরজু, জেলা যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক ভুট্টু ও বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতারা।

হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে সাবেক এমপি আফতাব উদ্দিন

নিরাপত্তা চেয়ে ঠাকুরগাঁও ইউএনও কার্যালয়ে অবস্থান

নীলফামারী মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ

অপরাধী পুলিশ সদস্যদের বিচার করে বাহিনীর গৌরব ফেরানো হবে: আইজিপি

সৈয়দপুরে সেনাবাহিনীর সহায়তায় ফুটপাত দখলমুক্ত

বিএনপির নতুন কমিটির সমালোচনা করে আহ্বায়কের মার খেলেন কৃষক দলের নেতা

নীলফামারীর সাবেক এমপি আফতাব উদ্দিন রংপুরে গ্রেপ্তার

তিস্তায় হাঁটুপানি, বেকার ৪ হাজার জেলে-মাঝি

সরকারি অ্যাম্বুলেন্স সংকট, রোগী জিম্মি বেসরকারিতে

দিনাজপুরে নেসকোর গুদামঘরে আগুন, পুড়ল ১ ঘণ্টা ধরে