Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

সৈয়দপুর হাসপাতাল ২৫০ শয্যা করার বিবেচনায় আছে: স্বাস্থ্যমন্ত্রী

নীলফামারী ও সৈয়দপুর প্রতিনিধি

সৈয়দপুর হাসপাতাল ২৫০ শয্যা করার বিবেচনায় আছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামান্ত লাল সেন বলেছেন, ‘সৈয়দপুরে ১০০ শয্যার হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত করার বিষয়টি বিবেচনায় রয়েছে। এ ছাড়া হাসপাতালের লোকবল সংকট নিরসন, ইকুইপমেন্ট ও নতুন অ্যাম্বুলেন্সের সমস্যা শিগগিরই সমাধান করা হবে।’ 

আজ রোববার সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতাল পরিদর্শনে এসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘হাসপাতালটির ব্যাপারে আমি সবকিছু অবগত আছি।’ এসব ব্যাপারে স্থানীয় সংসদ সদস্যকে তাঁর মন্ত্রণালয়ে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি। 

এর আগে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী স্বাগত জানান সংসদ সদস্য সিদ্দিকুল আলম সিদ্দিক, জেলা সিভিল সার্জন হাসিবুর রহমান ও হাসপাতালের তত্ত্বাবধায়ক নাজমুল হুদা। পরে মন্ত্রী হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ, ওষুধ ডিপোসহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। 

এ সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব জাহাঙ্গির আলম, মহাপরিচালক এবিএম খুরশিদ আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর-ই আলম সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মহসিন মণ্ডল মিঠু, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবু মো. আলেমুল বাশারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সৈয়দপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার

বীরগঞ্জে দুই শিশুকে ধর্ষণচেষ্টা, আসামি ধরতে যাওয়া পুলিশের ওপর হামলা

সেতুর টোলের দায়িত্বে যুবদলের নাজু, না দিয়ে হামলা চালান বিএনপির রাজু

গাইবান্ধার সাবেক এমপি কবির দুই দিনের রিমান্ডে

জনগণের কাছে গিয়ে আস্থা অর্জন করতে হবে: তারেক রহমান

গ্রাহকদের টাকা নিয়ে উধাও প্রশিকার ব্যবস্থাপক, মাঠকর্মীর ‘আত্মহত্যা’

চার দিন ধরে রেলপথ অবরোধ, চার ট্রেনের চলাচল বন্ধ

৩১ দফা বাস্তবায়ন হলে দেশে ফ্যাসিবাদ আর ফিরবে না: এ্যানি

কুড়ানো আম ধুতে গিয়ে লাশ হয়ে ফিরল শিশু

পাথরঘাটার বিহঙ্গ দ্বীপে অগ্নিকাণ্ড, বন বিভাগ ও জেলেদের পাল্টাপাল্টি অভিযোগ