Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

চলন্ত ট্রেনে স্কুলছাত্রীকে ধর্ষণ, রেলওয়ে কর্মচারী গ্রেপ্তার

লালমনিরহাট প্রতিনিধি

চলন্ত ট্রেনে স্কুলছাত্রীকে ধর্ষণ, রেলওয়ে কর্মচারী গ্রেপ্তার

চলন্ত ট্রেনে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে লালমনিরহাট রেলওয়ের অ্যাটেনডেন্ট আক্কাছ গাজীকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ বুধবার বিকেলে এ ঘটনায় লালমনিরহাট রেলওয়ে (জিআরপি) থানায় মামলা করেছেন লালমনিরহাট রেলওয়ে থানার এএসআই রুহুল আমীন। 

এর আগে একই দিন সকালে লালমনি এক্সপ্রেস চলন্ত ট্রেনের খ বগির ৭ নম্বর কেবিনে ধর্ষণের ঘটনা ঘটে। 

গ্রেপ্তার অ্যাটেনডেন্ট আক্কাছ গাজীর বাড়ি বরিশালে। তিনি লালমনিরহাট রেলওয়ের সেলুন বেয়ারা ভারপ্রাপ্ত অ্যাটেনডেন্ট ক্যারেজ অ্যান্ড ওয়াগন ডিপোতে কর্মরত। 

মামলার বিবরণে জানা গেছে, ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ এলাকার ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী (১৩) গতকাল মঙ্গলবার দিনগত মধ্যরাতে জয়দেবপুর রেলওয়ে স্টেশনে ময়মনসিংহ জেলার ট্রেনে না উঠে ভুলবশত লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস ট্রেনে উঠে পড়ে। টিকিট চেকিংয়ের সময় স্কুলছাত্রীর কাছে টিকিট না পাওয়ায় অ্যাটেনডেন্ট আক্কাছ গাজী তাঁর কক্ষে নিয়ে যান। একপর্যায়ে কেবিন ফাঁকা পেয়ে আজ বুধবার সকাল ৮টার দিকে কেবিনে নিয়ে জোর করে ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করেন। পরে স্কুলছাত্রীর চেঁচামেচিতে ট্রেনে দায়িত্বরত পুলিশ সদস্যরা বিবস্ত্র অবস্থায় নির্যাতনের শিকার ওই শিক্ষার্থীকে উদ্ধার এবং অভিযুক্ত আক্কাছ গাজীকে হাতেনাতে আটক করেন। 

নির্যাতনের শিকার স্কুলছাত্রীর পরিবারের কাউকে না পেয়ে এ ঘটনায় লালমনিরহাট রেলওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রুহুল আমীন বাদী হয়ে লালমনিরহাট রেলওয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। সেই মামলায় অভিযুক্ত অ্যাটেনডেন্ট আক্কাছ গাজীকে গ্রেপ্তার দেখায় পুলিশ। 

লালমনিরহাট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলী বলেন, ‘নির্যাতনের শিকার স্কুলছাত্রীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। একই সঙ্গে ওই ছাত্রীর পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা থানায় পৌঁছালে তাদের হাতে ওই স্কুলছাত্রীকে তুলে দেওয়া হবে। অভিযুক্তকে গ্রেপ্তার দেখানো হয়েছে।’

হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে সাবেক এমপি আফতাব উদ্দিন

নিরাপত্তা চেয়ে ঠাকুরগাঁও ইউএনও কার্যালয়ে অবস্থান

নীলফামারী মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ

অপরাধী পুলিশ সদস্যদের বিচার করে বাহিনীর গৌরব ফেরানো হবে: আইজিপি

সৈয়দপুরে সেনাবাহিনীর সহায়তায় ফুটপাত দখলমুক্ত

বিএনপির নতুন কমিটির সমালোচনা করে আহ্বায়কের মার খেলেন কৃষক দলের নেতা

নীলফামারীর সাবেক এমপি আফতাব উদ্দিন রংপুরে গ্রেপ্তার

তিস্তায় হাঁটুপানি, বেকার ৪ হাজার জেলে-মাঝি

সরকারি অ্যাম্বুলেন্স সংকট, রোগী জিম্মি বেসরকারিতে

দিনাজপুরে নেসকোর গুদামঘরে আগুন, পুড়ল ১ ঘণ্টা ধরে