Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

ভূরুঙ্গামারীতে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক সাময়িক বহিষ্কার

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

ভূরুঙ্গামারীতে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক সাময়িক বহিষ্কার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে এক শিক্ষককে সাময়িক বহিষ্কার করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। বহিষ্কার হওয়া মঞ্জুরুল আলম উপজেলার সোনাহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের বিএসসি শিক্ষক। শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে গতকাল বুধবার রাতে তাঁকে বহিষ্কার করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বাক্ষরিত এক চিঠি থেকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। গতকাল বুধবার দুপুরে শিক্ষার্থীরা ওই শিক্ষককে বরখাস্ত করার দাবিতে সোনাহাট স্থলবন্দর সড়কে বিক্ষোভ মিছিল করেছিল।

অভিযোগ সূত্রে জানা গেছে, সোনাহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মঞ্জুরুল আলমের কাছে ওই বিদ‍্যালয়ের এক ছাত্রী প্রাইভেট পড়ত। কিছুদিন আগে মঞ্জুরুল আলম ওই ছাত্রীকে কুপ্রস্তাব দেন। ওই ছাত্রী ঘটনাটি তার এক বান্ধবীকে জানায়। একপর্যায়ে ঘটনাটি শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়ে। এরই পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা গতকাল বুধবার দুপুরে অভিযুক্ত শিক্ষককে বরখাস্ত করাসহ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোনাহাট স্থলবন্দর সড়কে বিক্ষোভ মিছিল করে। পরে বিক্ষোভকারী শিক্ষার্থীরা প্রধান শিক্ষক বরাবর লিখিত অভিযোগ দাখিল করে।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক মঞ্জুরুল আলমের বক্তব্য জানতে তাঁর ব্যবহৃত মোবাইল নম্বরে কল দেওয়া হলে তা বন্ধ পাওয়া যায়।

সোনাহাট দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন বলেন, ‘একটি লিখিত অভিযোগ পেয়েছি। ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বিষয়টি জানানো হয়েছে। ম্যানেজিং কমিটি ও শিক্ষকদের নিয়ে একটি জরুরি সভা করে অভিযুক্ত শিক্ষককে সাময়িক বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম ফেরদৌস আজকের পত্রিকাকে বলেন, অভিযুক্ত শিক্ষককে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তাঁকে চূড়ান্ত বরখাস্ত করা হবে।

সৈয়দপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার

বীরগঞ্জে দুই শিশুকে ধর্ষণচেষ্টা, আসামি ধরতে যাওয়া পুলিশের ওপর হামলা

সেতুর টোলের দায়িত্বে যুবদলের নাজু, না দিয়ে হামলা চালান বিএনপির রাজু

গাইবান্ধার সাবেক এমপি কবির দুই দিনের রিমান্ডে

জনগণের কাছে গিয়ে আস্থা অর্জন করতে হবে: তারেক রহমান

গ্রাহকদের টাকা নিয়ে উধাও প্রশিকার ব্যবস্থাপক, মাঠকর্মীর ‘আত্মহত্যা’

চার দিন ধরে রেলপথ অবরোধ, চার ট্রেনের চলাচল বন্ধ

৩১ দফা বাস্তবায়ন হলে দেশে ফ্যাসিবাদ আর ফিরবে না: এ্যানি

কুড়ানো আম ধুতে গিয়ে লাশ হয়ে ফিরল শিশু

পাথরঘাটার বিহঙ্গ দ্বীপে অগ্নিকাণ্ড, বন বিভাগ ও জেলেদের পাল্টাপাল্টি অভিযোগ