দিনাজপুরের পার্বতীপুরে রেললাইন থেকে হাত বাঁধা-মাথা বিচ্ছিন্ন অবস্থায় আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। আজ মঙ্গলবার পার্বতীপুর-ফুলবাড়ী রেলপথের হলদিবাড়ী রেলগেট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
খবর পেয়ে জেলা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সিনিয়র এএসপি ফারুক আহমেদ, রেলওয়ে থানার ওসি ফখরুল ইসলাম, পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুস ছালামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
প্রায় তিন ঘণ্টা চেষ্টায় নিহতের পরিচয় শনাক্ত করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে রেললাইনে ফেলে যাওয়ার পর মাথা বিচ্ছিন্ন হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
নিহত ব্যক্তির নাম ভরত চন্দ্র (৫০)। তিনি উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের কালিকাপুর কুমারপাড়া গ্রামের মৃত সন্তোষ চন্দ্রের ছেলে।
নিহতের ছেলে রিপন জানান, তাঁর বাবা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পার্বতীপুরের রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী/পথ দপ্তরের ওয়েম্যান হিসেবে কর্মরত ছিলেন।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সোমবার বেলা ১১টার পর বাড়ি থেকে বের হয়ে পার্বতীপুরে আসেন ভরত। সন্ধ্যার পর থেকে তাঁর ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ ছিল। আজ সকাল ৮টার দিকে পার্বতীপুর-ফুলবাড়ী রেলপথের হলদিবাড়ী রেলগেটসংলগ্ন ৩৭৬/৮ নম্বর রেল খুঁটি এলাকায় মাথা বিচ্ছিন্ন ও হাত রশি বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পার্বতীপুর রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
এ বিষয়ে পার্বতীপুর রেলওয়ে থানার ওসি ফখরুল ইসলাম বলেন, মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ উদ্ধার করে দিনাজপুর মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে কারণ জানা যাবে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার জন্য পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে।