Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

ধর্ষণে অন্তঃসত্ত্বা বুদ্ধি প্রতিবন্ধী, ৩ দিনের রিমান্ডে উপসচিব

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

ধর্ষণে অন্তঃসত্ত্বা বুদ্ধি প্রতিবন্ধী, ৩ দিনের রিমান্ডে উপসচিব

গাইবান্ধার সুন্দরগঞ্জে এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার সাবেক উপসচিব জয়নাল আবেদীন ওরফে লাল মিয়া সরদারকে (৬৬) তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সোমবার সন্ধ্যায় জেলা আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উপেন্দ্র চন্দ্র দাস এ আদেশ দেন। আজ সোমবার রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন থানা অফিসার ইনচার্জ (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম। 

এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা ও থানার উপপরিদর্শক (এসআই) মো. আরিফুল ইসলাম মামলার সুষ্ঠু তদন্তের জন্য তিন দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতে তিন দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন বিচারক। 

জয়নাল আবেদীন সরদার ওরফে লাল মিয়া উপজেলার সোনারায় ইউনিয়নের পশ্চিম সোনারায় গ্রামের মৃত জহির উদ্দিন সরদারের ছেলে। তিনি ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব ছিলেন। সুন্দরগঞ্জ থানার ওসি সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, দুপুরে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের মামলায় জয়নাল আবেদীন সরদার ওরফে লাল মিয়াকে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। 

মামলা সূত্রে জানা যায়, সোনারায় ইউনিয়নের চন্দ্র গ্রামের জেলে পরেশ চন্দ্রের বাড়ির পাশে আসামি জয়নাল আবেদীন ওরফে লাল মিয়ার একটি মৎস্য খামার আছে। খামার দেখাশোনার জন্য খামারের পূর্ব পাশে একটি ঘর নির্মাণ করে। সেই সুবাদে পরেশ চন্দ্রের বাড়িতে প্রায় আসা যাওয়া করত লাল মিয়া। এতে সুযোগ বুঝে বিভিন্ন সময় পরেশ চন্দ্রের বুদ্ধিপ্রতিবন্ধী মেয়েকে খামারে নিয়ে ধর্ষণ করতেন। কিছুদিন থেকে ওই বুদ্ধি প্রতিবন্ধীর শারীরিক পরিবর্তন দেখা যায়। এতে পরিবারের লোকজন ও স্থানীয়দের সন্দেহ হলে কিশোরিকে গত ৭ আগস্ট ডাক্তারের কাছে নিয়ে গিয়ে আলট্রাসনোগ্রাফি করায়। আলট্রাসনোগ্রাফি রিপোর্টে দেখা যায় বুদ্ধি প্রতিবন্ধী ওই কিশোরি ২১ সপ্তাহ ৪ দিনের অন্তঃসত্ত্বা। এ ঘটনায় ওই কিশোরির বাবা পরেশ চন্দ্র বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। 

দুটি ড্যামই অকার্যকর সেচের খরচ দ্বিগুণ

হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে সাবেক এমপি আফতাব উদ্দিন

নিরাপত্তা চেয়ে ঠাকুরগাঁও ইউএনও কার্যালয়ে অবস্থান

নীলফামারী মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ

অপরাধী পুলিশ সদস্যদের বিচার করে বাহিনীর গৌরব ফেরানো হবে: আইজিপি

সৈয়দপুরে সেনাবাহিনীর সহায়তায় ফুটপাত দখলমুক্ত

বিএনপির নতুন কমিটির সমালোচনা করে আহ্বায়কের মার খেলেন কৃষক দলের নেতা

নীলফামারীর সাবেক এমপি আফতাব উদ্দিন রংপুরে গ্রেপ্তার

তিস্তায় হাঁটুপানি, বেকার ৪ হাজার জেলে-মাঝি

সরকারি অ্যাম্বুলেন্স সংকট, রোগী জিম্মি বেসরকারিতে