পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ভোমরাদহ ইউনিয়নের কুশারীগাঁও মাস্টার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো—রাফিয়াত (৪) ও সাফা আক্তার (৩)। রাফিয়াত উপজেলার কুশারীগাঁও গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে ও সাফা আক্তার গ্রামের সুমনের মেয়ে। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।
মৃতের পরিবার ও স্থানীয়রা জানান, দুই ভাই-বোন বাড়ির উঠানে খেলা করছিল। একপর্যায়ে পরিবারের অগোচরে বাড়ির পাশে পুকুরে পানিতে ডুবে যায়। পরে সকাল সাড়ে ১০টায় দিকে অনেক খোঁজাখুঁজি করেও পায়নি। স্থানীয়রা ওই দুই শিশুর লাশ বাড়ির পাশের পুকুরের পানিতে ভাসতে দেখে তাদের স্বজনদের খবর দেন। পরে লোকজনদের সহযোগিতায় পুকুর থেকে শিশু দুটির লাশ উদ্ধার করে।
উপজেলার স্থানীয় ভোমরাদহ ইউনিয়নের পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল মজিদ পানিতে ডুবে দুই শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।