Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

রংপুরে একই সময় আওয়ামী লীগ-বিএনপির সমাবেশ, বিশৃঙ্খলা ঠেকাতে প্রস্তুত পুলিশ

রংপুর প্রতিনিধি

রংপুরে একই সময় আওয়ামী লীগ-বিএনপির সমাবেশ, বিশৃঙ্খলা ঠেকাতে প্রস্তুত পুলিশ

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলটির নেতা-কর্মীদের মুক্তিসহ ১০ দফা দাবিতে রংপুরে আগামীকাল শনিবার বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। একই সময়ে পাশেই পাল্টা সমাবেশের ডাক দিয়েছে রংপুর মহানগর আওয়ামী লীগ। মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শনিবার সকাল থেকে নগরীর গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন থাকবে।

বিএনপির সমাবেশে প্রধান অতিথি থাকবেন দলের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। বিশেষ অতিথি থাকবেন রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আবদুল খালেক, মহানগর বিএনপির সদস্যসচিব মাহফুজ উন নবী ও জেলা বিএনপির সদস্যসচিব আনিছুর রহমান। সমাবেশ সফল করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে দলটি। বিভাগের বিভিন্ন জেলা থেকে বিপুলসংখ্যক নেতা-কর্মীর সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে।

এ বিষয়ে সমাসুজ্জামান সামু বলেন, বিএনপির কার্যালয়ের সামনে গ্র্যান্ড হোটেল মোড়ে সড়কের পাশে একটি সভামঞ্চ তৈরি করা হবে। সেখানে বেলা দেড়টা থেকে শান্তিপূর্ণ সমাবেশ হবে। সমাবেশ সফল করতে রংপুর নগর ছাড়াও বিভিন্ন জেলা থেকে দলের নেতা-কর্মীরা অংশ নেবেন।

বিএনপির সমাবেশস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে একই সময়ে পাবলিক লাইব্রেরি মাঠে সমাবেশ করার কথা জানিয়েছে রংপুর মহানগর আওয়ামী লীগ। এ সমাবেশে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাহজাহান খান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুজিত রায় প্রমুখ।

রংপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম বলেন, সমাবেশে কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। দলের নেতা-কর্মীরাও সমবেত হবেন। এ জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

রংপুর মহানগর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) হোসেন আলী বলেন, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে শনিবার রংপুর নগর এবং আশপাশের এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন থাকবে।

সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের সেই ‘বড় ভাই’ আটক

ঠাকুরগাঁওয়ে ন্যায্যমূল্যে ডিম-মুরগি বিক্রি শুরু

অনশন ভেঙে কাজে ফিরেছেন বড়পুকুরিয়া কয়লাখনির কর্মচারীরা

ফুলছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আটক

ফুলছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রোকন গ্রেপ্তার

দুটি ড্যামই অকার্যকর সেচের খরচ দ্বিগুণ

হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে সাবেক এমপি আফতাব উদ্দিন

নিরাপত্তা চেয়ে ঠাকুরগাঁও ইউএনও কার্যালয়ে অবস্থান

নীলফামারী মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ

অপরাধী পুলিশ সদস্যদের বিচার করে বাহিনীর গৌরব ফেরানো হবে: আইজিপি