Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

প্রেমিকার বিয়ের পর কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার 

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রেমিকার বিয়ের পর কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার 

ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে প্রেমিকার বিয়ের খবর শুনে অনিমেষ চন্দ্র (১৬) নামের এক কিশোর অভিমানে ‘আত্মহত্যা’ করেছে বলে খবর পাওয়া গেছে। অনিমেষ সদর উপজেলার বগুলাডাঙ্গী আর্দশপাড়া গ্রামের মৃত. রমেশ চন্দ্রের ছেলে। 

আজ সোমবার উপজেলার বালিয়া ইউনিয়নের বগুলাডাঙ্গী আর্দশ গ্রামের নিজ বাড়ি সামনে থেকে অনিমেষের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। 

পরিবার ও স্থানীয়রা জানায়, গভীর রাতে অনিমেষ খাবার খেয়ে ঘুমিয়ে ছিল। পরে সকালে বাড়ির অদূরে কাঁঠালগাছের মগডালে তাঁর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্বজনরা পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহের সুরতহাল রিপোর্ট করে মর্গে পাঠায়। 

স্থানীয় ইউপি চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো বলেন, এক মেয়ের সঙ্গে অনিমেষের প্রেমের সম্পর্ক ছিল বলে জানা গেছে। প্রেমিকার বিয়ে হওয়ার কথা শুনে সে মানসিক ভারসাম্যহীনতায় ছিল। হয়তো এ কারণে সে আত্মহত্যার পথ বেছে নেয়। 

ভূল্লী থানার ভারপ্রাপ্ত (ওসি) দুলাল উদ্দিন জানান, অনিমেষের মরদেহ পোস্টমর্টেম করা হয়েছে। সুরতহাল রিপোর্টেও কোনো আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হলেও ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যু সঠিক কারণ জানা যাবে।

সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের সেই ‘বড় ভাই’ আটক

ঠাকুরগাঁওয়ে ন্যায্যমূল্যে ডিম-মুরগি বিক্রি শুরু

অনশন ভেঙে কাজে ফিরেছেন বড়পুকুরিয়া কয়লাখনির কর্মচারীরা

ফুলছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আটক

ফুলছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রোকন গ্রেপ্তার

দুটি ড্যামই অকার্যকর সেচের খরচ দ্বিগুণ

হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে সাবেক এমপি আফতাব উদ্দিন

নিরাপত্তা চেয়ে ঠাকুরগাঁও ইউএনও কার্যালয়ে অবস্থান

নীলফামারী মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ

অপরাধী পুলিশ সদস্যদের বিচার করে বাহিনীর গৌরব ফেরানো হবে: আইজিপি