Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

বিরলে বিজিবি–বিএসএফ সেক্টর কমান্ডারের সৌজন্য সাক্ষাৎ

বিরল (দিনাজপুর) প্রতিনিধি 

বিরলে বিজিবি–বিএসএফ সেক্টর কমান্ডারের সৌজন্য সাক্ষাৎ
বিরলে বিজিবি–বিএসএফ সেক্টর কমান্ডারের সৌজন্য সাক্ষাৎ। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুরের বিরলে বিজিবি ও বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ভান্ডারা ইউনিয়নের কিশোরীগঞ্জ সীমান্তের দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) বিরল আইসিপিতে এ সাক্ষাৎ হয়।

এ সময় বিএসএফের প্রতিনিধিদল বিরল আইসিপিতে উপস্থিত হলে বিজিবি সেক্টর কমান্ডাররা এবং ব্যাটালিয়ন অধিনায়কেরা তাঁদের অভ্যর্থনা জানান। এ ছাড়া বিজিবির একটি দল সেক্টর কমান্ডার কিষানগঞ্জ সেক্টরকে গার্ড অব অনার প্রদান করে।

বিজিবির পক্ষ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সাক্ষাৎকালে বিজিবির ১৪ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন–বিজিবি দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল গাজী মোহাম্মদ মিজানুল হক এবং বিএসএফের ১৪ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন–বিএসএফ কিষানগঞ্জ সেক্টরের সেক্টর কমান্ডার ডিআইজি শ্রী ইশ আউল।

জানা গেছে, সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির জন্য এ সাক্ষাৎ হয়। এ সময় সীমান্ত হত্যা, মাদক চোরাচালান শূন্যের কোটায় নামিয়ে আনাসহ অবৈধ সীমান্ত পারাপার, তারকাঁটার বেড়া কর্তন বন্ধ, উভয় দেশের সীমান্ত বাহিনীর মধ্যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্কে বজায় রাখা, নিয়মিত যোগাযোগ রক্ষা করা এবং সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সীমান্ত অপরাধ কমিয়ে আনার ব্যাপারে উভয় পক্ষই একযোগে কাজ করার ব্যাপারে দৃঢ আশাবাদ ব্যক্ত করে।

নদীভাঙন: সর্বগ্রাসী হয়ে উঠেছে ব্রহ্মপুত্র

সৈয়দপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার

বীরগঞ্জে দুই শিশুকে ধর্ষণচেষ্টা, আসামি ধরতে যাওয়া পুলিশের ওপর হামলা

সেতুর টোলের দায়িত্বে যুবদলের নাজু, না দিয়ে হামলা চালান বিএনপির রাজু

গাইবান্ধার সাবেক এমপি কবির দুই দিনের রিমান্ডে

জনগণের কাছে গিয়ে আস্থা অর্জন করতে হবে: তারেক রহমান

গ্রাহকদের টাকা নিয়ে উধাও প্রশিকার ব্যবস্থাপক, মাঠকর্মীর ‘আত্মহত্যা’

চার দিন ধরে রেলপথ অবরোধ, চার ট্রেনের চলাচল বন্ধ

৩১ দফা বাস্তবায়ন হলে দেশে ফ্যাসিবাদ আর ফিরবে না: এ্যানি

কুড়ানো আম ধুতে গিয়ে লাশ হয়ে ফিরল শিশু