রংপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশে মারা যাওয়া নেতা মোস্তাফিজুর রহমানের (৫০) জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে কাহারোল উপজেলার পৌরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়েছে।
মৃতের ভাই মোফাজ্জল হোসেন জানান, দীর্ঘদিন ধরে হৃদ্রোগ ও ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন মোস্তাফিজুর রহমান। রংপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশে গিয়ে গতকাল শনিবার বিকেল ৪টার দিকে মারা যান তিনি। আজ তাঁর জানাজা অনুষ্ঠিত হয়েছে।
জানাজায় উপস্থিত ছিলেন দিনাজপুর পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, কাহারোল উপজেলা চেয়ারম্যান সাবেক এমপি আব্দুল মালেক সরকার, দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, জেলা বিএনপি নেতা আখতারুজ্জামান মিয়া, পিনাক চৌধুরী, খালেকুজ্জামান বাবু, বীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন ধলু, কাহারোল থানা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা বাদশা, সাধারণ সম্পাদক শামিম আলীসহ অন্য নেতা-কর্মীরা।