ভূরুঙ্গামারীতে ‘ওয়াজ মাহফিলে বিএনপি নেতাদের অতিথি না করায়’ মারধর, আহত ৪

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি 

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪, ১৮: ৫৭
ভূরুঙ্গামারীতে প্রস্তুত ওয়াজ মাহফিলের মঞ্চ। ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ওয়াজ মাহফিলে বিএনপি নেতাদের অতিথি না করায় আয়োজক কমিটির কয়েক সদস্যকে মারধর করার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাদের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার আন্ধারীঝাড় বাজারে এই ঘটনা ঘটে। তবে যাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁদের দাবি, ওয়াজ মাহফিল নয়, ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে এই ঘটনা ঘটেছে।

এ ঘটনায় ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ চারজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, আন্ধারীঝাড় বাজার দারুল আরকান ক্যাডেট মাদ্রাসায় আজ বুধবার সন্ধ্যায় ওয়াজ মাহফিলের আয়োজন করে মাহফিল আয়োজক কমিটি। স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের কিছু নেতা-কর্মীও মাহফিল আয়োজক কমিটির সদস্য।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, আয়োজক কমিটির সিদ্ধান্তে স্থানীয় ব্যবসায়ী আব্দুল হাকিমকে প্রধান অতিথি ও সোনালী ব্যাংকের সাবেক কর্মকর্তা আজিজুর রহমানকে সভাপতি করা হয়। এতে আন্ধারীঝাড় ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ ও ইউনিয়ন যুবদলের সভাপতি শাহাদাত হোসেন ক্ষুব্ধ হন। মাহফিলের সভাপতি ও প্রধান অতিথির পদ না পেয়ে তাঁরা ক্ষোভ প্রকাশ করেন।

এরই জেরে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মাহফিল আয়োজক কমিটির সদস্যরা আন্ধারীঝাড় বাজারে মাহফিলের জন্য অর্থ সংগ্রহ করতে গেলে ইউনিয়ন বিএনপি ও যুবদল সভাপতির অনুসারীরা তাঁদের ওপর চড়াও হয়। তাতে ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আজাহারুল ইসলাম (৩৮), ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাদল ইসলাম (৪০), যুগ্ম আহ্বায়ক রব্বানী মিয়া, কৌশিক আহমেদসহ ছয়-সাতজন আহত হন। আজাহারুল ইসলাম গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। অন্যরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আহত আজাহারুল ইসলাম বলেন, ‘বাড়ির পাশে মাদ্রাসা হওয়ায় আমাদের কয়েকজনকে মাহফিল আয়োজক কমিটিতে রাখা হয়। সবার পরামর্শে সভাপতি ও প্রধান অতিথি নির্বাচন করা হয়। বিষয়টি ইউনিয়ন বিএনপির সভাপতি ও যুবদল সভাপতির মনঃপূত হয়নি। তাঁদের মাহফিলের সভাপতি ও প্রধান অতিথি না করায় বিভিন্ন সময় আমাদের হুমকি দিয়ে আসছিলেন। আজ সন্ধ্যায় আমরা কয়েকজন মাহফিলের জন্য তহবিল সংগ্রহ করতে বাজারে গেলে তারা আমাদের ওপর আক্রমণ করে। তাতে আমরা ছয়-সাতজন আহত হই।’

মাদ্রাসার প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন, আজ বুধবার মাদ্রাসার বার্ষিক মাহফিলের তারিখ নির্ধারণ করা হয়। মাদ্রাসার আশপাশের বিএনপির কয়েকজনকে মাহফিল আয়োজক কমিটিতে সদস্য রাখা হয়। মাহফিল উপলক্ষে তারা বাজারে টাকা কালেকশন করছিলেন। এ সময় ২০-২৫ জন লোক তাদের ওপর আক্রমণ করে।

তবে আন্ধারীঝাড় যুবদলের সভাপতি শাহাদৎ হোসেন দাবি করেন, আয়োজক কমিটিতে থাকা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাদল বিভিন্ন সময় ইউনিয়ন বিএনপির সভাপতি ও সম্পাদককে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। এমনকি বাবা-মা নিয়ে গালাগাল করেন। এরই পরিপ্রেক্ষিতে তাঁর সঙ্গে কথাকাটাকাটি হয়েছে। এ সময় সামান্য ধাক্কাধাক্কি হয়েছে। এ ছাড়া আর কিছু না। তিনি বলেন, ‘মাহফিলে সভাপতি বা প্রধান অতিথি নিয়ে মারধরের ঘটনা ঘটেনি। আমিও ওই মাহফিলের বিশেষ অতিথি। এ ছাড়া মাহফিলে জড়িত অনেকেই আমাদের দলীয় লোক। তাদের সঙ্গে আমাদের দ্বন্দ্বের কিছু নেই।’

ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদের মোবাইলে কয়েকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

এ বিষয়ে জানতে চাইলে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে এ পর্যন্ত কেউ লিখিত অভিযোগ জানায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

চাঁদাবাজির মামলায় ডিমলা ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

দিনাজপুরে হাসপাতাল থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু

গাইবান্ধায় ২ যুবদল নেতাকে মারধরের ঘটনায় ইউপি চেয়ারম্যান মোসাব্বিরের অপসারণ দাবি

আ.লীগ নেতার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি, বিএনপি নেতা বহিষ্কার