Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

‘বাইকে আসক্তি’ পোস্ট দেওয়া তরুণের মৃত্যু হলো বাইকেই

 নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

‘বাইকে আসক্তি’ পোস্ট দেওয়া তরুণের মৃত্যু হলো বাইকেই
নিহত রাতুল ইসলাম রাজ। ছবি: সংগৃহীত

দিনাজপুরের নবাবগঞ্জে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে রাতুল ইসলাম রাজ (২০) নামে তরুণ নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের দিঘিরত্না এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রাতুল ইসলাম উপজেলার ৬ নম্বর ভাদুরিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ও গ্রাম ভাদুরিয়া এলাকার বাসিন্দা মো. শহিদুল ইসলামের ছেলে। তিনি মোটরসাইকেলটির চালক ছিলেন।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, দুর্ঘটনায় রাতুল নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। উপজেলার ভাদুরিয়া এলাকার মহাসড়কে দিঘিরত্না এলাকায় ট্রাক ওভারটেকিং করে আসার সময় অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় রাতুলকে পাশের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি জানান, আপত্তি না থাকায় লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে মৃত্যুর আগে লিখে যাওয়া নিজের ফেসবুক প্রোফাইল বায়োতে পোস্ট নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে। বায়ো পোস্টে রাতুল ইসলাম নিজের বাইকের প্রতি দুর্বলতার কথা উল্লেখ করে লিখেছেন ‘কোনো মেয়ে আমাকে এসএমএস দেবেন না, আমি নারীতে আসক্ত না, বাইক এ।’

রাতুলের বন্ধু এনামুল মন্ডল আজকের পত্রিকাকে বলেন, রাতুলের মাত্র সাড়ে ৪ মাস হলো বিয়ে হয়েছে। রাতুল ছোট থেকেই বাইক পছন্দ করত, বিভিন্ন সময় বাইক নিয়ে তার কাছে অভিব্যক্ত শুনেছি। রাতুল খুব ভালো বাইক চালাতো, গতকাল ঘনকুয়াশা ছিল তাই এমন দুর্ঘটনা হয়েছে।’

ভাদুরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. আনিছুর রহমান রাব্বু জানান, আজ শুক্রবার বাদ জুমা তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।

সৈয়দপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার

বীরগঞ্জে দুই শিশুকে ধর্ষণচেষ্টা, আসামি ধরতে যাওয়া পুলিশের ওপর হামলা

সেতুর টোলের দায়িত্বে যুবদলের নাজু, না দিয়ে হামলা চালান বিএনপির রাজু

গাইবান্ধার সাবেক এমপি কবির দুই দিনের রিমান্ডে

জনগণের কাছে গিয়ে আস্থা অর্জন করতে হবে: তারেক রহমান

গ্রাহকদের টাকা নিয়ে উধাও প্রশিকার ব্যবস্থাপক, মাঠকর্মীর ‘আত্মহত্যা’

চার দিন ধরে রেলপথ অবরোধ, চার ট্রেনের চলাচল বন্ধ

৩১ দফা বাস্তবায়ন হলে দেশে ফ্যাসিবাদ আর ফিরবে না: এ্যানি

কুড়ানো আম ধুতে গিয়ে লাশ হয়ে ফিরল শিশু

পাথরঘাটার বিহঙ্গ দ্বীপে অগ্নিকাণ্ড, বন বিভাগ ও জেলেদের পাল্টাপাল্টি অভিযোগ