Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

মৃত ব্যক্তিকে পীরগাছা সরকারি কলেজে অধ্যক্ষ হিসেবে পদায়ন

 পীরগাছা (রংপুর) প্রতিনিধি 

মৃত ব্যক্তিকে পীরগাছা সরকারি কলেজে অধ্যক্ষ হিসেবে পদায়ন
আব্দুল মুত্তালিব। ছবি: সংগৃহীত

রংপুরের পীরগাছা সরকারি কলেজে অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়েছে এক বছর আগে মারা যাওয়া অধ্যাপক আব্দুল মুত্তালিবকে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ তাঁকে পদায়ন করে। বিষয়টি জানাজানি হলে সচেতন মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

২০২৩ সালের ১৬ ডিসেম্বর মারা যান অধ্যাপক আব্দুল মুত্তালিব। কিন্তু গতকাল ৮ এপ্রিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মাহবুব আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অধ্যাপক আব্দুল মুত্তালিবকে পীরগাছা সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়ন দেখানো হয়েছে।

অধ্যাপক আব্দুল মুত্তালিব রাজশাহী জেলার নবাবগঞ্জের বাসিন্দা। তবে তিনি রাজশাহী শহরের হেলেনাবাদ এলাকায় বসবাস করতেন। তিনি মারা যাওয়ার পর সেখানে তাঁর জানাজা ও দাফন সম্পন্ন হয়।

জানতে চাইলে পীরগাছা সরকারি কলেজের অধ্যক্ষ এস এম আশাদুল ইসলাম বলেন, ‘তথ্য আপডেট না থাকায় এমনটি হয়েছে বলে মনে করি।’

পীরগাছা সরকারি কলেজের উপাধ্যক্ষ শাহ ফাহমিদ হাসান রনু বলেন, ‘এক বছর আগে আব্দুল মুত্তালিব স্যার মারা গেছেন। এখন কীভাবে এই পদায়ন হলো, আমরা বলতে পারছি না।’

কারমাইকেল কলেজের ইতিহাস বিভাগের প্রধান হাবিবুর রহমান বলেন, ‘মুত্তালিব স্যার এক বছর তিন মাস আগে ইন্তেকাল করেছেন। তাঁর মৃত্যুর এত দিন পর পীরগাছা কলেজে অধ্যক্ষ হিসেবে পদায়ন হয়েছেন বলে শুনেছি। পদায়নের দায়িত্বে যাঁরা ছিলেন, তাঁরা হয়তো বিষয়টি খেয়াল করেননি।’

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ রংপুর অঞ্চলের পরিচালক অধ্যাপক মো. আমির আলী বলেন, অধ্যাপক আব্দুল মুত্তালিবকে পীরগাছা সরকারি কলেজে পদায়ন করা হয়েছে। তিনি ওই কলেজে অধ্যক্ষ হিসেবে বদলির জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে আবেদন করেছিলেন।

সৈয়দপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার

বীরগঞ্জে দুই শিশুকে ধর্ষণচেষ্টা, আসামি ধরতে যাওয়া পুলিশের ওপর হামলা

সেতুর টোলের দায়িত্বে যুবদলের নাজু, না দিয়ে হামলা চালান বিএনপির রাজু

গাইবান্ধার সাবেক এমপি কবির দুই দিনের রিমান্ডে

জনগণের কাছে গিয়ে আস্থা অর্জন করতে হবে: তারেক রহমান

গ্রাহকদের টাকা নিয়ে উধাও প্রশিকার ব্যবস্থাপক, মাঠকর্মীর ‘আত্মহত্যা’

চার দিন ধরে রেলপথ অবরোধ, চার ট্রেনের চলাচল বন্ধ

৩১ দফা বাস্তবায়ন হলে দেশে ফ্যাসিবাদ আর ফিরবে না: এ্যানি

কুড়ানো আম ধুতে গিয়ে লাশ হয়ে ফিরল শিশু

পাথরঘাটার বিহঙ্গ দ্বীপে অগ্নিকাণ্ড, বন বিভাগ ও জেলেদের পাল্টাপাল্টি অভিযোগ