Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

ঠাকুরগাঁওয়ে বিএনপির ৭ নেতা–কর্মীকে বহিষ্কার

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে বিএনপির ৭ নেতা–কর্মীকে বহিষ্কার

দলীয় সিদ্ধান্ত অমান্য করে ঠাকুরগাঁও–২ আসনে নির্বাচনী কার্যক্রমে অংশ নেওয়ায় বিএনপির সাত নেতা–কর্মীকে বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার উপজেলার বিএনপির সহ দপ্তর সম্পাদক মো. দবিরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বহিষ্কৃতরা হলেন-উপজেলার চাড়োল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুল জব্বার, একই ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. তৈয়ব আলী, বড়বাড়ী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক জালাল উদ্দীন, ধনতলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মতিয়র রহমান, ভানোর ইউনিয়ন বিএনপির সদস্য সফির উদ্দীন, বালিয়াডাঙ্গী মোটরশ্রমিক দলের সভাপতি দেলোয়ার হোসেন ও বড় পলাশবাড়ী ইউনিয়ন বিএনপির সদস্য ইয়াসিন আলী। 

বিএনপির সহ-দপ্তর সম্পাদক মো. দবিরুল ইসলাম বলেন, ‘দলীয় সিদ্ধান্ত অমান্য করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কাজে অংশগ্রহণ করায় তাদের বহিষ্কার করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে জেলা সভাপতি-সম্পাদকসহ দলীয় হাইকমান্ডের কাছে অনুলিপি দেওয়া হয়েছে।’ 

দলীয় তথ্য মতে, নির্বাচনী প্রচার শুরু হওয়ার পর থেকে বিএনপির এ নেতারা বিভিন্ন প্রার্থীর হয়ে পক্ষে প্রচার-প্রচারণায় অংশ নেন। বিষয়টি জানাজানি হওয়ার পর দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের প্রাথমিক সদস্যপদ বাতিলসহ বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

ঠাকুরগাঁওয়ে ন্যায্যমূল্যে ডিম-মুরগি বিক্রি শুরু

অনশন ভেঙে কাজে ফিরেছেন বড়পুকুরিয়া কয়লাখনির কর্মচারীরা

ফুলছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আটক

ফুলছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রোকন গ্রেপ্তার

দুটি ড্যামই অকার্যকর সেচের খরচ দ্বিগুণ

হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে সাবেক এমপি আফতাব উদ্দিন

নিরাপত্তা চেয়ে ঠাকুরগাঁও ইউএনও কার্যালয়ে অবস্থান

নীলফামারী মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ

অপরাধী পুলিশ সদস্যদের বিচার করে বাহিনীর গৌরব ফেরানো হবে: আইজিপি

সৈয়দপুরে সেনাবাহিনীর সহায়তায় ফুটপাত দখলমুক্ত