পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় করতোয়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে চার শ্রমিক নিহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যায় পাটগ্রাম-লালমনিরহাট রেললাইনের জোংড়া ইউনিয়নের আলাউদ্দিননগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন ওই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইসলামপুর এলাকার আজিজার রহমান (৬০), মকবুল হোসেন (৬২), মোবারক হোসেন (৬৫) ও একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইসলামনগর এলাকার আব্দুল ওয়াহাব মিয়া (৪৫)।
পাটগ্রাম রেলওয়ে স্টেশনমাস্টার নুর আলম ট্রেনের ধাক্কায় চারজন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।
পাটগ্রাম রেলওয়ে কর্তৃপক্ষ, পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ সোমবার সন্ধ্যার কিছু সময় আগে রেললাইনে বসে ধান কাটার চার শ্রমিক (দিনমজুর) তাঁদের পারিশ্রমিক ভাগ করছিলেন। এ সময় পাশেই ধান মাড়াইয়ের কাজ চলছিল। টাকা ভাগাভাগি অবস্থায় ও মেশিনের শব্দে পাটগ্রাম রেলস্টেশন থেকে ছেড়ে আসা আন্তনগর করতোয়া এক্সপ্রেস ট্রেনের শব্দ বোঝা যায়নি। এতে বগুড়া-সান্তাহারগামী ওই ট্রেনের ধাক্কায় রেললাইনে বসে থাক চারজনই শ্রমিকই ছিটকে পড়ে ঘটনাস্থলে তাঁদের মৃত্যু হয়।
পাটগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) বিভূতি ভূষণ রায় ব্রতী বলেন, নিহত চারজন ধান কাটা শ্রমিক ও দিনমজুর। পাটগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বিষয়টি লালমনিরহাট রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।
লালমনিরহাট রেলওয়ে থানা দায়িত্বরত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক মোমেন বলেন, ‘পাটগ্রামে ট্রেনের ধাক্কায় চারজন নিহতের বিষয়টি জেনেছি। ঘটনাস্থলে যাচ্ছি। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’