হোম > সারা দেশ > রংপুর

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ শ্রমিক নিহত

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

দুর্ঘটনাস্থলে এলাকাবাসীর ভিড়। ছবি: আজকের পত্রিকা

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় করতোয়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে চার শ্রমিক নিহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যায় পাটগ্রাম-লালমনিরহাট রেললাইনের জোংড়া ইউনিয়নের আলাউদ্দিননগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন ওই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইসলামপুর এলাকার আজিজার রহমান (৬০), মকবুল হোসেন (৬২), মোবারক হোসেন (৬৫) ও একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইসলামনগর এলাকার আব্দুল ওয়াহাব মিয়া (৪৫)।

পাটগ্রাম রেলওয়ে স্টেশনমাস্টার নুর আলম ট্রেনের ধাক্কায় চারজন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

পাটগ্রাম রেলওয়ে কর্তৃপক্ষ, পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ সোমবার সন্ধ্যার কিছু সময় আগে রেললাইনে বসে ধান কাটার চার শ্রমিক (দিনমজুর) তাঁদের পারিশ্রমিক ভাগ করছিলেন। এ সময় পাশেই ধান মাড়াইয়ের কাজ চলছিল। টাকা ভাগাভাগি অবস্থায় ও মেশিনের শব্দে পাটগ্রাম রেলস্টেশন থেকে ছেড়ে আসা আন্তনগর করতোয়া এক্সপ্রেস ট্রেনের শব্দ বোঝা যায়নি। এতে বগুড়া-সান্তাহারগামী ওই ট্রেনের ধাক্কায় রেললাইনে বসে থাক চারজনই শ্রমিকই ছিটকে পড়ে ঘটনাস্থলে তাঁদের মৃত্যু হয়।

পাটগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) বিভূতি ভূষণ রায় ব্রতী বলেন, নিহত চারজন ধান কাটা শ্রমিক ও দিনমজুর। পাটগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বিষয়টি লালমনিরহাট রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।

লালমনিরহাট রেলওয়ে থানা দায়িত্বরত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক মোমেন বলেন, ‘পাটগ্রামে ট্রেনের ধাক্কায় চারজন নিহতের বিষয়টি জেনেছি। ঘটনাস্থলে যাচ্ছি। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

অন্তর্বর্তী সরকারের কাছে ধাক্কা খেয়েছে জনগণের প্রত্যাশা: নুর

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

মানুষের কষ্টের আগুনে পেট্রল ঢেলেছে সরকার: নুরুল হক

দেড় কিলোমিটার দূরে পুলিশের ফায়ারিং রিহার্সাল, বাড়িতে গুলিবিদ্ধ কিশোরী

ভূমি অধিগ্রহণে দুর্নীতির মহোৎসব

গাইবান্ধায় দুই পক্ষের বিবাদ মেটাতে গিয়ে প্রাণ গেল ইউপি সদস্যের

পঞ্চগড়ের মানুষ চাইলে সারজিস কিংবা কোনো তরুণ সংসদে প্রতিনিধিত্ব করবেন

মিজানুর রহমান আজহারী লালমনিরহাট যাচ্ছেন শনিবার

শুধু একটি ভোটের জন্য এই গণ-অভ্যুত্থান হয়নি: নুরুল হক নুর

দিনাজপুরের সাবেক এমপি রেজিনা ইসলাম মারা গেছেন

সেকশন