নীলফামারীর ডোমার উপজেলায় সিএসকে নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় কালীগঞ্জ মৌমারী একাদশকে (দেবীগঞ্জ) ১০ ইউকেটে হারিয়েছে খালেক অ্যান্ড ব্রাদার্স (সৈয়দপুর)।
গতকাল বুধবার রাত আটটার দিকে টুর্নামেন্টটির উদ্বোধন হয়। চাকধাপাড়া সুপার কিংসের (সিএসকে) ১৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন।
খেলায় টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় খালেক অ্যান্ড ব্রাদার্স। মৌমারী একাদশের পক্ষে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়ার শরিফুল ইসলাম ওপেনিং ব্যাট করতে নেমে প্রথম বলেই স্টাম্প বোল্ড হয়ে দলকে চাপে ফেলেন। খেলায় প্রথম ইনিংসে ছয় ওভারে ৩৬ রানের টার্গেট দেয় শরিফুল ইসলামের দল।
খালেক অ্যান্ড ব্রাদার্স কম রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে কোনো ইউকেট না হারিয়ে ৪ ওভারেই জয়ী হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে শমছের আলীর সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাহিদ আহমেদ শান্তু, সোনারায় ইউপি চেয়ারম্যান গোলাম ফিরোজ চৌধুরী, অব সার্জেন্ট তহিদুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়াও সিএসকের সভাপতি রইসুল ইসলাম ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সাজু উপস্থিত থেকে টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধান করেন।
খেলায় চ্যাম্পিয়ন দল পাবে একটি মোটরসাইকেল ও রানার্সআপ দল ফ্রিজ পুরস্কার পাবে। উদ্বোধনী খেলাটি কয়েক হাজার দর্শক উপভোগ করেন।