কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ডোবার পানিতে ডুবে আবীর হোসেন নামে পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ঈদের দিন উপজেলার শিলখুড়ি ইউনিয়নের দক্ষিণ ধলডাঙ্গার চারমাথা এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ভূরুঙ্গামারী থানার পরিদর্শক (তদন্ত) আজহার আলী। তিনি আজকের পত্রিকাকে বলেন, পানিতে ডুবে শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম বলেন, আজ ঈদুল আজহার দিন দুপুরের দিকে আলাল উদ্দিন ও তাঁর পরিবারের সদস্যরা কোরবানি নিয়ে ব্যস্ত ছিলেন। তখন তাঁর ছেলে আবীর সবার অজান্তে বাড়িসংলগ্ন ডোবার পানিতে তলিয়ে যায়। পরে ডোবার পানিতে শিশুটির লাশ ভেসে থাকতে দেখতে পান পরিবারের সদস্যরা।