কুড়িগ্রামের ফুলবাড়ীতে অনুপ্রবেশের দায়ে এক ভারতীয়সহ দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার গংগাহাট ক্যাম্পের বিদ্যাবাগিস সীমান্ত থেকে তাঁদের আটক করা হয়।
আটক দুজন হলেন ভারতের কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার থরাইখানা গ্ৰামের বাবুল মিয়া ও বাংলাদেশি নাগরিক উপজেলার বিদ্যাবাগিস গ্ৰামের আনোয়ার হোসেন। গতকাল রাতে আন্তর্জাতিক মেইন পিলার ৯৩৮-এর সাব পিলার ৮-এর পাশ থেকে উপজেলার গংগারহাট বিজিবি ক্যাম্পের টহল দল ওই দুজনকে আটক করে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নওয়াবুর রহমান এই তথ্য জানিয়েছেন। আজকের পত্রিকাকে তিনি বলেন, আটক ওই দুজনকে আজ শনিবার দুপুরে ফুলবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। পরে মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।